Advertisment

একসঙ্গে চারজনের অভিষেক! তৃতীয় সারির দল নামাল করোনা ধ্বস্ত ইন্ডিয়া

মঙ্গলবার দ্বিতীয় টি২০ জিতলেই সিরিজ জয় করে ফেলবে ভারত। এমন অবস্থায় চার জনের হাতে ডেবিউ ক্যাপ তুলে দিল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে একসঙ্গে চারজনের অভিষেক ঘটছে। করোনা আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া এবং তাঁর সঙ্গে সংস্পর্শে আসায় আটজনকে আইসোলেশনে পাঠানো হয়েছিল ২৪ ঘন্টা আগেই। তারপরে দ্বিতীয় টি২০-তে এগারো জনের দল নামানোই মুশকিল হয়ে পড়ে ভারতের। শেষ পর্যন্ত দল ঘোষণার সঙ্গেই জানা যায় একসঙ্গে চার জনের টি২০ অভিষেক ঘটছে বুধবার কলম্বোয়।

Advertisment

ম্যাচের আগেই নীতিশ রানা, দেবদূত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াড এবং চেতন সাকারিয়ার হাতে ডেবিউ ক্যাপ তুলে দেওয়া হয়। শিখর ধাওয়ান আক্রান্ত ক্রুনাল পান্ডিয়ার ক্লোজ কন্ট্যাক্ট ছিলেন। এমনটা রটে গেলেও তাঁকে রেখেই দ্বিতীয় টি২০-র দল গড়া হল।

আরো পড়ুন: হার্দিকের বদলে বাকিদের কেন সুযোগ নয়! কোহলিদের এবার তুলোধোনা গাভাসকারের

আর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

পান্ডিয়ার ক্লোজ কন্ট্যাক্ট হিসাবে উঠে এসেছে মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, সূর্যকুমার যাদব, পৃথ্বী শ, কৃষ্ণাপ্পা গৌতম এবং ঈশান কিষানের নাম। এদের প্রত্যেককেই তড়িঘড়ি নিভৃতবাসে পাঠানো হয়েছিল। এন্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর টেস্টে প্রত্যেকেই নেগেটিভ এলেও আক্রান্ত ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে যেহেতু এঁরা এসেছিলেন তাই এঁদের নির্ধারিত সময় আইসোলেশনে কাটাতে হবে।

একাধিক ক্রিকেটারকে না পাওয়ায় একসময় দল নামানো নিয়েই রীতিমত চ্যালেঞ্জের মুখে পরে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট। সেই কারণে ম্যাচ শুরুর আগেই দলের সঙ্গে যাওয়া পাঁচ জন নেট বোলার- ঈশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, আর্শদীপ সিং, সাই কিশোর এবং সিমরণজিৎ সিংকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়।

আরো পড়ুন: ধাওয়ান-পান্ডিয়া সহ নেই নয়জন! মাঠে ইন্ডিয়ার এগারোজন কীভাবে নামাবেন দ্রাবিড়

দলে পর্যাপ্ত ক্রিকেটার না থাকার কারণেই এদিন একসঙ্গে চার তারকাকে অভিষেক করিয়ে দেওয়া হল। এদের মধ্যে তিন ব্যাটসম্যানই আবার ওপেনার- দেবদূত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াড এবং নীতিশ রানা। সবমিলিয়ে ক্যাপ্টেন ধাওয়ানকে ধরলে একাদশে খেলা এগারোজনের মধ্যে চারজনই ওপেনার। বোলিংয়ে এই অবসরে সুযোগ জুটিয়ে নিয়েছেন টি২০-তে ব্রাত্য থাকা কুলদীপ যাদবও। দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং চেতন সাকারিয়া।

শ্রীলঙ্কা দলেও ঘটেছে জোড়া পরিবর্তন। রবিবার প্ৰথম টি২০-র টপ স্কোরার চরিত আশালঙ্কা চোট পাওয়ায় তাঁর জায়গায় খেলছেন সাদিরা সমীরাবিক্রমা। অলরাউন্ডার আসেন বান্দারার জায়গায় অভিষেক করছেন রমেশ মেন্ডিস।

ভারত: শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, দেবদূত পাডিক্কল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, রাহুল চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Cricket News Sri Lanka
Advertisment