ভারত: ২২৫/১০ (৪৩.১ ওভার)
ভারতের জার্সিতে একসঙ্গে পাঁচজন ক্রিকেটারের অভিষেক ঘটেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে টানা ভালো খেলার সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতেই সুযোগ পেয়ে গিয়েছিলেন রাহুল চাহার, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম এবং চেতন সাকারিয়া।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে দাপট দেখালেন অভিষেককারীই। তবে ভারতের নয় শ্রীলংকার জার্সিতে। হাফডজন ভারতীয় অভিষেকের মঞ্চেই নিভৃতে লঙ্কানদের জার্সিতে নামানো হয়েছিল প্রবীণ জয়াবিক্রমেকে। কে জানত, নামি দামিদের ভিড়ে তিনিই নজর কেড়ে যাবেন শেষমেশ।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ধসে গেল ২২৫ রানে। আর হেভিওয়েট ভারতকে থামানোর নায়ক জয়াবিক্রমেই। সঞ্জু স্যামসন, মনীশ পান্ডে এবং হার্দিক পান্ডিয়ার উইকেট তাঁর নামের পাশে। আর জয়াবিক্রমের সঙ্গেই ঘূর্ণির ঝড় তুললেন আকিলা ধনঞ্জয়। তিনিও তুললেন সূর্যকুমার যাদব, নীতিশ রানা এবং কৃষ্ণাপ্পা গৌতমকে।
আরো পড়ুন: টেস্টে না খেলেই দেশে ফিরছেন কোহলির দুই সতীর্থ! সিরিজ শুরুর আগেই ভয়াবহ দুঃসংবাদ
অথচ ভারতের ইনিংসের শুরুতে যে সাইক্লোন তুলেছিলেন পৃথ্বী শ, সঞ্জু স্যামসনরা। তাতে মনে হচ্ছিল কলম্বোয় না রেকর্ড রান চাপিয়ে দেয় ভারত। শিখর ধাওয়ান (২৮) সাততাড়াতাড়ি ফিরে যাওয়ার পরে সঞ্জু এবং পৃথ্বীর ব্যাটে ভারত একশো তুলে ফেলেছিল ১৬ ওভারের মাথায়।
তবে প্রথমে পৃথ্বী শ (৪৯) এবং দু ওভার পরেই সঞ্জু স্যামসন (৪৬) আউট হতেই ধস নামে ভারতের ইনিংসে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগেই মনীশ পান্ডের উইকেট খুইয়ে ভারত ১৪৭/৩ হয়ে গিয়েছিল।
আর বৃষ্টির পরে খেলা সূচনা হতেই চালু হয়ে যায় আয়ারাম গয়ারাম পর্ব। লঙ্কান দুই স্পিনার ধনঞ্জয় এবং জয়াবিক্রমে দুজনেই মিডল অর্ডার ভেঙে চূর্ণ করে দেন। ১৯৫/৮ হয়ে যাওয়ার পরে শেষদিকে নবম উইকেটে রাহুল চাহার এবং নভদীপ সাইনি মিলে ২৯ রান যোগ করলে ভারত এদিন ২০০ পেরোত কিনা, সন্দেহ।
বৃষ্টির কারণে ম্যাচ ৪৭ ওভারে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো ওভারও খেলতে পারল না ভারত। ৪৩.১ ওভারেই খতম টিম ইন্ডিয়া। জয়াবিক্রমে এবং ধনঞ্জয়ের তিন উইকেটের সঙ্গে জোড়া উইকেট শিকার করেন দুষ্মন্ত চামিরা। একটি করে উইকেট নিয়েছেন করুনারত্নে এবং দাসুন শানাকা।
আরো পড়ুন: ছয় পরিবর্তন, একসঙ্গে পাঁচ অভিষেক ইন্ডিয়ায়! পুরো দল বদলে চমক কোচ দ্রাবিড়ের
ভারত একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন, মনীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতীশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, নভদীপ সাইনি এবং চেতন সাকারিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন