ভারত: ৮১/৮ (২০ ওভার)
শ্রীলঙ্কায় গিয়ে কেলেঙ্কারি করে ফেলল ভারত। সিরিজ নির্ধারক টি২০ ম্যাচে খেলতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। অলআউট না হলেও পুরো ২০ ওভারে ভারত তুলল ৮১/৮। প্ৰথম টি২০-তে সহজে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে শেষ ওভারে হারে ভারত।
তবে তৃতীয় ম্যাচে যেভাবে ভারত দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে হাবুডুবু খেল। তাতে ভারতের বহুচর্চিত বেঞ্চ স্ট্রেন্থ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।
যাঁদেরকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত, তাঁরাই শ্রীলঙ্কার বিরুদ্ধে শোচনীয় ব্যর্থ হয়ে নিজেদের যোগ্যতা নিয়েই প্ৰশ্ন তুলে দিল।
আরও পড়ুন: কেউ এখানে ছুটি কাটাতে আসেনি! সমালোচনার মুখে সপাটে জবাব দ্রাবিড়ের, ভিডিও দেখুন
তৃতীয় ম্যাচে খেলতে নেমে দু অঙ্কের রানে পৌঁছল মাত্র তিনজন- ওপেনার রুতুরাজ গায়কোয়াড (১০ বলে ১৪), ছয়ে নামা ভুবনেশ্বর কুমার (৩২ বলে ১৬) এবং সাতে নামা কুলদীপ (২৮ বলে ২৩)।
বাকিরা যত কম বলা যায় ততই ভালো। অধিনায়ক শিখর ধাওয়ান এবং সঞ্জু স্যামসন রানের খাতাই খুলতে পারলেন না। আইপিএলে কোহলির দলকে ভরসা জাগানো দেবদূত পাডিক্কল কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে করলেন মাত্র ৯ রান। নীতিশ রানা সুযোগ পেয়ে আবারও ব্যর্থ (১৫ বলে ৬)।
আরো পড়ুন: বিশ্বকাপে ব্যর্থতার পরেও কেন বোর্ড রাখল শাস্ত্রীকে, অবশেষে ফাঁস কারণ
আর ভারতকে এদিন একাই ধসিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারের স্পেলে মাত্র ৯ রান খরচ করে তুলে নেন চার উইকেট। ক্যাপ্টেন শানাকাও জোড়া উইকেট শিকার করেন।
ভারতের প্রথম একাদশ:
শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, দেবদূত পাডিক্কল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন