ভারত: ১৯৯/২
শ্রীলঙ্কা: ১৩৭/৬
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে সেভাবে ঝলক দেখাতে পারেননি। তবে মুম্বইয়ের ১৫ কোটির ঈশান কিষান যে নিজের দিনে যে কোনও বোলারের ত্রাস হয়ে উঠতে পারেন, প্রমাণ পেল শ্রীলঙ্কা। প্রথম টি২০-তেই ভারতের কাছে দুরমুশ হল লঙ্কানরা। ৬২ রানের বিশাল ব্যবধানে জিতে ভারত সিরিজের শুভ সূচনা ঘটিয়ে রাখল লখনৌয়ে।
আর ভারতের টপ অর্ডারের কাছেই কার্যত হার স্বীকার করে নিল সফরকারী দল। ঈশান কিষানের বিধ্বংসী ব্যাট ৫৬ বলে ৮৯ করে যাওয়ার পরে ম্যাচ শুরুতেই প্রায় খতম হয়ে যায়।
রোহিত শর্মা (৩২ বলে ৪৪) ওপেনিং পার্টনারশিপে ১১১ তুলে দেওয়ার পরে নিশ্চিত হয়ে যায় লঙ্কানদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। তবে এভাবে কোনও লড়াই ছাড়াই যে শ্রীলঙ্কা হেরে বসবে ভাবা যায়নি। ভারতের ২০০ রানের টার্গেটের সামনে মাত্র ১৩৭/৬-এ খতম হল শ্রীলঙ্কার ইনিংস।
আরও পড়ুন: KKR-এর স্কোয়াড মাথাব্যথা বাড়াবে অনেক দলেরই, তিন বিষয়ে নাইটরা টেক্কা দিতে পারে বাকিদের
বিরাট কোহলি, ঋষভ পন্থ বায়ো বাবল ব্রেকে। চোটের জন্য আবার ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব, দীপক চাহারের মত দুই ফর্মে থাকা তারকা। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন দল সাজায় ভারত, লক্ষ্য ছিল সেদিকে। দীপক হুডাকে অভিষেক ঘটিয়ে দেওয়া হয়েছিল টি২০-তে। প্রত্যাবর্তনের জাদেজা এবং সঞ্জু স্যামসনকে ধরে বেশ শক্তপোক্ত মিডল অর্ডারের চ্যালেঞ্জ সাজিয়েছিলেন রোহিতরা। তিনে কোহলির জায়গায় নামানো হয় শ্রেয়স আইয়ারকে।
তবে ব্যাটিং অর্ডারের অত তল পর্যন্ত যেতেই হল না বিষ্ফোরক ঈশানের জন্য। প্ৰথম উইকেটে রোহিত-ঈশান ১১১ তুলে দেওয়ার পরে শ্রেয়স আইয়ারও ২৮ বলে দুরন্ত ৫৭ করে যান। শেষের দিকে ঈশান আউট হলেও রবীন্দ্র জাদেজাকে ৪টের বেশি বল ফেস করতে হয়নি।
৫৬ বলে ৮৯ রানের ইনিংসে ১০ বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন ঈশান। তবে লিয়ানাগের বলে পুল হাঁকাতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তারকা।
আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা পাওয়ার প্লে-র মধ্যেই ৩ উইকেট এবং ৬০/৫, ৯৭/৬ হয়ে যায়। ভুবনেশ্বর কুমার ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ভেঙ্কটেশ আইয়ারও ২ উইকেট শিকার করেন। একমাত্র চরিত আশালঙ্কা (৪৭ বলে ৫৩) কোনও রকমে হাফসেঞ্চুরি করে দলের একশো পেরোনো নিশ্চিত করেন।
ভারত প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল