Advertisment

পূজারা-রাহানে বাদ! বিরাটের শততম টেস্টে টিম রোহিতের একাদশে কী কী চমক, জানুন

মোহালিতে ৪ তারিখ থেকে খেলতে নামছে ভারত-শ্রীলঙ্কা দুই দল। প্ৰথম টেস্টে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তন করছেন ঋষভ পন্থ এবং বিরাট কোহলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ জয় সম্পূর্ণ টি২০ সিরিজে। এবার টেস্ট সিরিজের যুদ্ধ। দুই টেস্টের সিরিজে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে ৪ তারিখে। মোহালিতে প্ৰথম টেস্ট খেলার পরে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে নামবে দুই দল।

Advertisment

আর মোহালিতেই টেস্টে পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে রোহিত শর্মার। বিরাট কোহলি টেস্টের নেতৃত্বের অভিষেক ঘটিয়েছিলেন মোহালিতে। সেই মোহালিতেই তিনি যখন ল্যান্ডমার্ক ১০০ তম টেস্ট খেলবেন, তখন নেতৃত্বের সূচনা করবেন রোহিত। জোড়া টেস্ট জিতে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে নামবে।

আরও পড়ুন: ৩.১৫ কোটির দুর্মূল্যের সম্পত্তি নিজেকে উপহার রোহিতের! চমকের রংয়ে মিল জাতীয় দলের জার্সিরও

ঐতিহাসিক টেস্টে নামার আগে ভারতের প্ৰথম একাদশ কেমন হতে চলেছে দেখে নেওয়া যাক-

ওপেনার: ক্যাপ্টেন রোহিতের সঙ্গে ইনিংসের সূচনা করার দায়িত্ব সামলাবেন মায়াঙ্ক আগারওয়াল। বহুদিন পরে টেস্টে নামছেন রোহিত। শেষবার টেস্ট খেলেছিলেন গত বছর সেপ্টেম্বরের ওভাল টেস্টে। সেই টেস্টে ১২৭ হাঁকান হিটম্যান।

মায়াঙ্ক আগারওয়াল আবার কয়েকদিন আগেই পাঞ্জাব কিংসের নতুন নেতা হয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরেই মায়াঙ্ক নিয়মিত টিম ইন্ডিয়ার জার্সিতে ওপেন করেছিলেন। ৬ ইনিংসে ২২.৫০ গড়ে করেছিলেন ১৩৫ রান। তবে ঘরের মাঠে আরও ভাল পারফরম্যান্স আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: কোহলির শততম টেস্ট নিয়ে বিরাট ঘোষণা সৌরভের! বড় সিদ্ধান্ত নিল BCCI

মিডল অর্ডার: মিডল অর্ডারে থাকছেন যথারীতি বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ঋষভ পন্থ, হনুমা বিহারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে খেলেননি কোহলি, পন্থ। দুজনেই টেস্ট সিরিজে প্রত্যাবর্তন করছেন। কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি মাসেই দারুণ হাফসেঞ্চুরি করেছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে ৪ ইনিংসে কোহলি ৪০.২৫ গড়ে ১৬১ রান করেছিলেন। তিন বছর আগে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মহাতারকা। শততম টেস্টে সেঞ্চুরি খরা মেটাতে পারবেন কিনা, সেদিকে নজর থাকবে সকলের।

শ্রেয়স আইয়ার আবার ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন। চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে বাদ দেওয়ার পরে শ্রেয়স আইয়ারকে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে। লঙ্কানদের বিরুদ্ধে তিনটে টি২০ ম্যাচেই হাফসেঞ্চুরি করে নির্বাচকদের আস্থার মর্যাদা দিয়েছেন তারকা। পূজারা-রাহানেদের বিকল্প হিসেবে তিনি নিজেকে মেলে ধরতে পারবেন কিনা, তা বলে দেবে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজই। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই দুই ইনিংসে শতরান, অর্ধশতরান করেছিলেন তারকা।

আরও পড়ুন: আউট করেও মুখে হাসি থাকে না কেন, আসল রহস্য জানালেন এবার বুমরা

এদিকে, উইকেটকিপার-ব্যাটসম্যানৰৰ স্লটে সেই ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে পন্থ দুরন্ত শতরান করেছিলেন। প্রোটিয়াজ সফরের ফর্মই তিনি ধরে রাখতে চাইবেন শ্রীলঙ্কা সিরিজেও। পূজারা-রাহানে টিম ইন্ডিয়ার নিয়মিত থাকার সময় অনিয়মিত হয়ে পড়েছিলেন হনুমা বিহারি। এবার দুই তারকা না থাকায় নিয়মিত হওয়ার সুযোগ থাকছে বিহারীর কাছেও।

অলরাউন্ডার: অলরাউন্ডার হিসাবে জাতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। টি২০ বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরে চলে গিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে প্রত্যাবর্তনেই ছাপ রেখেছেন তারকা। প্ৰথম টি২০-তেই জোড়া উইকেট নেন। দ্বিতীয় টি২০-তে আবার ১৮ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে লোয়ার অর্ডারে ব্যাটিং ছাড়াও জাদেজার স্পিন টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র হতে চলেছে।

বোলিং: স্পিন বিভাগে জাদেজার সঙ্গী হতে চলেছেন যথারীতি রবিচন্দ্রন অশ্বিন। তিন পেসারেই সম্ভবত দল সাজাবে ভারত। ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা ছাড়াও জোড়া সিমার হিসাবে থাকবেন মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি।

আরও পড়ুন: দিল্লিতে পন্থের কাছে নেতৃত্ব কেন হারাতে হল! অবশেষে মুখ খুললেন নতুন নাইট নেতা

দক্ষিণ আফ্রিকা সফরে সেরা ফর্মে পাওয়া যায়নি অশ্বিনকে। তিন ম্যাচে মাত্র ৩টে উইকেট নিয়েছিলেন। তবে ঘরের মাঠে ভারতের টেস্ট জয়ের জন্য অশ্বিনের ঘূর্ণি সেরা অস্ত্র হতে চলেছে। বুমরা সহ অধিনায়ক হওয়ার পরে এই প্ৰথম টেস্ট খেলতে নামবেন টিম ইন্ডিয়ার জার্সিতে। দক্ষিণ আফ্রিকা সফরে ভাল ফর্মে ছিলেন তিনি। ঘরের মাঠেও তিনি সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হনুমা বিহারি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

Rishabh Pant Sri Lanka Virat Kohli Indian Team Indian Cricket Team
Advertisment