Advertisment

শাস্ত্রী 'ছাঁটাইয়ের' পরেই কি তিনি ইন্ডিয়ার কোচ! দ্রাবিড় এবার মুখ খুললেন সরাসরি

সবমিলিয়ে সফরে টি২০ সিরিজ হারলেও ধাওয়ান-দ্রাবিড় তরুণদের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট হতে পারেন। তৃতীয় টি২০-তে অবশ্য কোনো লড়াই ছাড়াই আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৪৫ দিনের লম্বা শ্রীলঙ্কা সফর অবশেষে শেষ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করার পরে ভারত টি২০-তে পর্যুদস্ত হল ১-২'এ। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে একাধিক তরুণ তারকা বিশ্বমঞ্চে আত্মপ্রকাশেই মন জয় করলেন। তবে ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পরে ভারত শেষ দুটো টি২০-তে হারও হজম করল।

Advertisment

১-০ এগিয়ে থাকার পরেই ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হন। তাঁর সংস্পর্শে আসায় হার্দিক পান্ডিয়া, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, পৃথ্বী শ, সূর্যকুমার যাদবদের মত তারকারা নামতে পারলেন না শেষ দুটো টি২০-তে। এই সুযোগেই পরপর দুটো টি২০ জিতে সিরিজ জয় লঙ্কানদের। হতাশাজনক পারফরম্যান্স হলেও তরুণ ক্রিকেটাররা আগ্রাসী ক্রিকেটে নিজেদের চেনালেন আন্তর্জাতিক ক্রিকেটে। শ্রীলঙ্কা সফরে যেভাবে তরুণ তুর্কিদের মেন্টর হিসাবে দ্রাবিড় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, তাতেই রাহুল দ্রাবিড়কে অনেকেই রবি শাস্ত্রীর পরবর্তী জাতীয় দলের কোচ হিসেবে দেখছেন।

আরো পড়ুন: শ্রীলঙ্কায় আক্রান্ত চাহাল, গৌতম! সিরিজ হারের পরেই বিরাট দুঃসংবাদ ভারত শিবিরে

টি-২০ বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রীর কোচিংয়ের মেয়াদ শেষ হচ্ছে। টি২০ বিশ্বকাপেও ভারত কাপ জয়ে ব্যর্থ হলে, শাস্ত্রীকে সরানো একপ্রকার পাকা। আর শাস্ত্রীরই পরবর্তী কোচ হিসেবে উঠে আসছে রাহুল দ্রাবিড়ের নাম।

আর শ্রীলঙ্কা সফর শেষের পরেই তাঁর কোচিং জল্পনা উস্কে দিলেন স্বয়ং দ্রাবিড়। জানিয়ে দিলেন, "আমি জাতীয় দলের কোচের দায়িত্ব বেশ উপভোগ করেছি। তবে খুব বেশি দূরের কথা এখনই ভাবিনি। আপাতত আমার দায়িত্বই পালনের চেষ্টা করছি। এই সফর বাদে অন্য কোনো টুর নিয়ে চিন্তাভাবনা করিনি।"

এরপরেই দ্রাবিড় আরো জানিয়েছেন, "তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করা সবসময়েই উপভোগ করেছি। পুরো সফরটা দুর্দান্ত ছিল। আপাতত অন্য কিছু নিয়ে ভাবছি না। পূর্ণ সময়ের দায়িত্ব নিলে অতিরিক্ত অনেক চ্যালেঞ্জ থাকে। তাই আপাতত এখনই কিছু ভাবছি না।"

আরও পড়ুন: কেউ এখানে ছুটি কাটাতে আসেনি! সমালোচনার মুখে সপাটে জবাব দ্রাবিড়ের, ভিডিও দেখুন

সবমিলিয়ে সফরে টি২০ সিরিজ হারলেও ধাওয়ান-দ্রাবিড় তরুণদের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট হতে পারেন। তৃতীয় টি২০-তে অবশ্য কোনো লড়াই ছাড়াই আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়া। হাসারাঙ্গার দুরন্ত ৯/৪ বোলিংয়ের সুবাদে ভারত মাত্র ৮১ রানে আটকে গিয়েছিল। সেই রান মাত্র ১৪.৩ ওভারেই তুলে দেয় শ্রীলঙ্কা। ৭ উইকেটে জয়লাভ করে লঙ্কানরা।

স্বল্প সময়ে জাতীয় দলের হেডকোচের ভূমিকা পালন করার পরে দ্রাবিড় আপাতত জাতীয় ক্রিকেট একাডেমির হেড কোচের ভূমিকা পালন করবেন বেঙ্গালুরুতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rahul Dravid Ravi Shastri Cricket News Indian Cricket Team Sports News
Advertisment