Advertisment

ধাওয়ানদের বিরুদ্ধে স্কুল ক্রিকেট খেলেছে লঙ্কানরা! বেনজির অপবাদে বিদ্ধ শ্রীলঙ্কা, দেখুন ভিডিও

ঈশান কিষান, পৃথ্বী শ-দের আগুনে ব্যাটিংয়ের সামনে কার্যত কোনো প্রতিরোধই গড়তে পারেনি লঙ্কানরা। ২৬৩ রানের টার্গেট ভারত পেরিয়ে যায় মাত্র ৩৬.৪ ওভারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শিখর ধাওয়ানের নেতৃত্বে দ্বিতীয় সারির ভারতীয় দলকে প্রথম ওয়ানডেতে কার্যত কোনো বেগই দিতে পারেনি। শ্রীলঙ্কাকে অবলীলায় ভারত হারিয়েছে ৭ উইকেটে। হাতে ৮০ বল নিয়ে। ঈশান কিষান, পৃথ্বী শ-দের আগুনে ব্যাটিংয়ের সামনে কার্যত কোনো প্রতিরোধই গড়তে পারেনি লঙ্কানরা। ২৬৩ রানের টার্গেট ভারত পেরিয়ে যায় মাত্র ৩৬.৪ ওভারে।

Advertisment

এর পরেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা বলে দিলেন, "দেখে মনে হচ্ছিল, স্কুল টিমের সঙ্গে ইউনিভার্সিটি টিমের ম্যাচ হচ্ছে।" এত একপেশে ম্যাচ দেখে শ্রীলঙ্কান তারকাদের কড়া সমালোচনায় বিদ্ধ করলেন রামিজ।

আরো পড়ুন: শ্রীলঙ্কাকে ‘পাড়ার দল’ বানিয়ে জয় ভারতের! ধাওয়ান-ঈশানদের ‘ব্যাটিং প্র্যাকটিসেই’ ম্যাচ খতম

নিজের ইউটিউব ভিডিওয় রামিজ রাজা বললেন, "ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখতে দেখতে মনে হচ্ছিল, যেন স্কুল দলের সঙ্গে ইউনিভার্সিটি দলের কোনো ম্যাচ হচ্ছে। দক্ষতা, প্রয়োগ ক্ষমতা, প্রতিভা, এবং ম্যাচ বোঝার নিরিখে এতটাই দুই দলের মধ্যে পার্থক্য ছিল। শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে এই সিরিজ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ ওঁরা ঘরের মাঠে খেলছে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই পাটা পিচ বানিয়ে খেলতে নেমেছিল। তাও গড়পড়তা স্কোরের বেশি স্কোরবোর্ডে তুলতে পারল না।"

এরপরে লঙ্কানদের বিঁধে রামিজ আরো বলেছেন, "যেভাবে ওঁরা স্পিন খেলেছিল, মনে হচ্ছিল, কীভাবে সামলাবে, তার কোনো জবাবই নেই। অতীতে বরাবর লঙ্কানরা স্পিন বোলিংয়ের বিপক্ষে দাপট দেখিয়ে এসেছে। তবে এই বর্তমান দল আগের সেইসব স্কোয়াডের ধারেকাছে নেই।"

আরো পড়ুন: ওয়ানডে অভিষেকেই ছক্কা, হাফসেঞ্চুরির রেকর্ড! ঈশানের ব্যাটিংয়ে ফালাফালা শ্রীলঙ্কা, দেখুন ভিডিও

ভারতেও কাছে ম্যাচ সেভাবে কখনই চ্যালেঞ্জের ছিল না। এমনটাই বলছেন রামিজ, "ভাল শুরুর পরেও শ্রীলঙ্কা ব্যাটসম্যানরা কীভাবে গিয়ার বদলাবে, সেই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর এই হতভম্বভাব আরো প্রকট হল ভারত দুরন্ত বোলিং করায়। ভারতকে বেশি কিছু করতে হয়নি। কারণ চ্যালেঞ্জ মোটেই শক্ত ছিল না।"

রামিজ রাজা শেষে বলেন, "গোটা ম্যাচটাই একপেশে হয়ে গেল। শ্রীলঙ্কা ফ্লপ শো দেখিয়ে গেল। ভবিষ্যতে ওঁদের খেলার কোনো আকর্ষণ থাকবে কিনা, তা নিয়েও আমি সন্দিহান। শ্রীলঙ্কা মনে হচ্ছিল স্লো মোশনে খেলছে। একটা দলকে কার্যত কোনো কড়া চ্যালেঞ্জ সামলাতেই হল না।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Sri Lanka
Advertisment