Advertisment

ধাওয়ানই ক্যাপ্টেন, শ্রীলঙ্কা সফরের দল ঘোষণায় একের পর এক চমক

জুলাই মাসে ভারতীয় দ্বিতীয় সারির দল খেলতে যাচ্ছে শ্রীলঙ্কায়। সেই সফরের স্কোয়াড ঘোষণা করে দিলেন নির্বাচকরা। ক্যাপ্টেন হচ্ছেন শিখর ধাওয়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জুলাইয়ে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের কথা ঘোষণা করেছিল আগেই। এবার সেই সফরের স্কোয়াড ঘোষণা করে দিলেন নির্বাচকরা। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত প্ৰথম সারির তারকারা যখন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ব্যস্ত থাকবেন, সেই সময় জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

Advertisment

ভারতের স্কোয়াড:

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, দেবদূত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াড, সূর্যকুমার যাদব, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নীতিশ রানা, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণপ্পা গৌতম, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া।

আরো পড়ুন: লন্ডনে গিয়ে পাক ক্রিকেটারকে KKR-এ খেলার আমন্ত্রণ! শাহরুখকে ঘিরে উঠল বিস্ফোরক দাবি

কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে তিনটে করে ওয়ানডে এবং টি২০ ম্যাচ খেলবে। সম্প্রচারকারী চ্যানেল সোনির হয়ে আগেই সূচি ঘোষণা করে দেওয়া হয়েছিল। একদিনের ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে ১৩, ১৬ এবং ১৮ জুলাই। তিনটে টি২০ ম্যাচ হবে ২১, ২৩ এবং ২৫ তারিখে।

শ্রীলঙ্কা সফরেই অভিষেক করতে পারে ছয় জন নতুন তারকা- দেবদূত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াড, কৃষ্ণাপ্পা গৌতম, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী এবং নীতিশ রানা। শ্রীলঙ্কা সফরকারী দলে পাঁচজন নেট বোলারকেও রাখা হয়েছে- ঈশান পোরেল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিং, সাই কিশোর, শিমরণজিৎ সিং।

অন্যদিকে, ইংল্যান্ডে সফরকারী কোহলি ব্রিগেড আপাতত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে ব্যস্ত। সাউদাম্পটনে ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই ফাইনালের পর ভারত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Indian Cricket Team Shikhar Dhawan Sri Lanka
Advertisment