Advertisment

শ্রীলঙ্কায় নজর কাড়া তিন তারকা ঢুকতে পারেন বিশ্বকাপে! কোহলির দলে লড়াই তুঙ্গে

ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে নজর কাড়তে ব্যর্থ হলেও অনেক বোলারই দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের মাথাব্যথা বাড়িয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীলঙ্কা বনাম ভারতের সীমিত ওভারের লড়াইয়ে দুই দলই একটি করে সিরিজ দখল করল। ভারত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও টি২০-তে ভারতের বিরুদ্ধে বাজিমাত করল লঙ্কানরা। প্রথমবারের মত ভারতকে হারাল শ্রীলঙ্কা। যদিও ভারত প্ৰথম সারির ক্রিকেটারদের পায়নি।

Advertisment

ক্রুনাল পান্ডিয়ার করোনা আক্রান্ত হওয়া এবং তারপরে আরো আটজনের আইসোলেশনে চলে যাওয়ায় ভারত দ্বিতীয় সারির থেকে একঝটকায় তৃতীয় সারির দলে নেমে এসেছিল। ছয়টি সীমিত ওভারের ম্যাচে ভারতের জার্সিতে একাধিক তারকা ক্রিকেটার আত্মপ্রকাশ করলেন। টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে সকলকেই সুযোগ দেওয়া হল।

আরো পড়ুন: কাশ্মীর লিগে খেললে নিষেধাজ্ঞার হুমকি! BCCI-এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ গিবসের

ভারতীয় ব্যাটসম্যানট সেভাবে নজর কাড়তে ব্যর্থ হলেও অনেক বোলারই দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের মাথাব্যথা বাড়িয়ে দিলেন। শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার জার্সিতে খেলা এই তিন তারকাকে বিশ্বকাপের বিমানে চড়তে দেখলে অবাক হওয়ার কিছু নেই-

১) পৃথ্বী শ: টি২০ সিরিজে মাত্র ১টা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচেও রানের খাতা খোলার আগে আউট পৃথ্বী শ। তবুও পৃথ্বীকে।রেখেই বিশ্বকাপের স্কোয়াড গড়তে পারেন নির্বাচকরা।

টি২০ সিরিজে নয় পৃথ্বী নজর কেড়ে নিয়েছেন ওয়ানডে সিরিজের তিনটে ম্যাচে। তিনটে ওয়ানডেতে ১২৫ স্ট্রাইক রেটে করেছেন ১০৫ রান। প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছেন। যেভাবে খেলেছেন আইপিএলে। টপ অর্ডারে পৃথ্বীর ব্যাটিং বিশ্বকাপে কার্যকরী ভূমিকা নিতে পারে।

আরো পড়ুন: ভারতের হারে দায়ী ধাওয়ানই! দেশে ফিরতেই বিরাট অভিযোগে বিদ্ধ তারকা

শিখর ধাওয়ানের স্ট্রাইক রেট মোটেই আশাপ্রদ নয়। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে কেএল রাহুলও বাদ পড়েন প্ৰথম একাদশ থেকে। এই কারণে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। আসন্ন আইপিএলে কয়েকটা মারকাটারি ইনিংস পৃথ্বীর ব্যাট থেকে বেরোলেই শিখর ধাওয়ানের বদলে রোহিত শর্মার সঙ্গে টি২০ বিশ্বকাপে ওপেন করতে দেখা যাবে পৃথ্বীকে।

২) রাহুল চাহার: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের উইকেট নেওয়ার দক্ষতা প্রমাণ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা। গোটা সফরে তাঁর নামের পাশে ৭ উইকেট। একমাত্র ওয়ানডে খেলেই তিনজন লঙ্কান ব্যাটসম্যানকে আউট করেন। টি২০ সিরিজে তাঁর শিকার সংখ্যা ৪টি।

আরো পড়ুন: ইংল্যান্ডে প্রবেশে বিপত্তি সূর্যকুমার-পৃথ্বীর! বড় ঝামেলায় বেনজির সঙ্কটে সৌরভের বোর্ড

শেষ টি২০-তে চাহার একাই শ্রীলঙ্কার ৩জনকে আউট করে ম্যাচে হালকা হলেও আশা জাগিয়ে রেখেছিল ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে চাহালকে বাদ দিয়ে কোহলি চাহারকে একাদশে খেলিয়েছিলেন। বিশ্বকাপে দলে ঢোকার জন্য চাহারের লড়াই চাহালের সঙ্গে।

৩) বরুণ চক্রবর্তী: মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী টি২০ সিরিজে মাত্র ২টো উইকেট নিয়েছেন। তবে ইকোনমি রেট মাত্র ৫.৩০। যা নির্বাচকদের প্রভাবিত করতে যথেষ্ট। টিম ম্যানেজমেন্টের গুড বুকেই রয়েছেন কেকেআরের স্পিনার। সেই কারণেই আগের দুটো সিরিজে ফিটনেস ইস্যুতে বাদ পড়লেও শ্রীলঙ্কায় তাঁকে রাখা হয়েছিল। আপাতত তাঁকে কেকেআরের জার্সিতে খেলতে দেখা যাবে। আমিরশাহিতে নাইটদের হয়ে ভাল পারফরম্যান্স করলে বিশ্বকাপের স্কোয়াডে থাকা বরুণের অনেকটাই পাকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Prithvi Shaw Cricket News Indian Cricket Team
Advertisment