Advertisment

দ্বিতীয় টেস্ট প্রিভিউ: পন্থ ও মায়াঙ্ক আগারওয়ালের ফর্মে চিন্তায় ভারত

পন্থের সঙ্গে ভারতের মাথাব্যথা বাড়িয়েছেন মায়াঙ্ক আগারওয়ালও।মাত্র ৩টে টেস্ট খেলেছেন মায়াঙ্ক। প্রথম টেস্টের দুই ইনিংসেই অল্প রানে আউট হয়ে গিয়েছেন মায়াঙ্ক। পন্থের মতো তিনিও ফের একবার সুযোগ পেতেন পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
TEAM INDIA

টেস্টে ভারতীয় দল (ফেসবুক)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুয়াত দারুণভাবে করেছে ভারত। প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে ভারত হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৩১৮ রানের এই টেস্ট জয় বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। দ্বিতীয় তথা ফাইনাল টেস্টেও টিম কোহলির লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার পযুর্দস্থ করে হোয়াইটওয়াশ সম্পন্ন করা। ক্রিকেট সমাজের নজরে আবার জামাইকা টেস্টে ভারতের প্রথম একাদশ। তবে টিম ইন্ডিয়া সূত্রে খবর, দ্বিতীয় টেস্টে সম্ভবত কোনও পরিবর্তন ছাড়াই খেলতে নামবেন কোহলিরা।

Advertisment

নজরে থাকছেন পন্থও। টেস্টে ঋদ্ধিমান সাহাকে সরিয়ে ঋষভ পন্থে আস্থা রেখেছিল ম্যানেজমেন্ট। তবে ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি তিনি। দুই ইনিংসে তাঁর অবদান যথাক্রমে ২৪ ও ৭। ব্যাট হাতে সম্প্রতি একদমই ফর্মে নেই ধোনির উত্তরসূরি হিসেবে যাকে ভাবা হচ্ছে সেই পন্থ। চলতি সফরে পন্থের রান যথাক্রমে ০, ৪, ৬৫ (নটআউট), ২০, ০, ২৪, ৭। তবে স্রেফ রানের কারণে নয়, পন্থে যে ভঙ্গিতে উইকেট ছুড়ে দিয়ে চলে আসছেন, তা মোটেই পছন্দ নয় ম্যানেজমেন্টের।

আরও পড়ুন রোহিত, ঋদ্ধিকে অপেক্ষা করার বার্তা গম্ভীরের

বুমরার স্পেল টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সেরা, বলছেন অরুণ

পন্থের পাশাপাশি ভারতের মাথাব্যথা বাড়িয়েছেন মায়াঙ্ক আগারওয়ালও। জাতীয় দলের জার্সিতে মাত্র ৩টে টেস্ট খেলেছেন মায়াঙ্ক। প্রথম টেস্টের দুই ইনিংসেই অল্প রানে আউট হয়ে গিয়েছেন মায়াঙ্ক। পন্থের মতো তিনিও ফের একবার সুযোগ পেতেন পারেন। ওপেনিং কিংবা উইকেটকিপার পজিশনে ভারতের সমস্যা থাকলেও, মিডল অর্ডার ভরসা জোগাচ্ছে ভারতকে। দীর্ঘ অফ ফর্ম কাটিয়ে রাহানে দুই ইনিংসে মারকাটারি ইনিংস খেলেছেন। হনুমা বিহারীও দ্বিতীয় ইনিংসে ৯৩ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। এর অর্থ রোহিত শর্মাকে টেস্টে আরও অপেক্ষা করতে হবে।

বোলিংয়ে ইশান্ত শর্মা-জসপ্রীত বুমরা দুরন্ত ছন্দে বোলিং করেছেন। অ্যান্টিগাতে প্রথম ইনিংসে ইশান্ত এবং দ্বিতীয় ইনিংসে বুমরার স্পেলে উড়ে গিয়েছে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মহম্মদ শামি উইকেট না পেলেও কার্যকরী বোলিং করেছেন। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাও জাত চিনিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের সমস্যা আবার অন্যত্র। ব্যাটিয়ে তরুণ ক্রিকেটাররা একদমই ধারবাহিক নন। শেমরন হেটমায়ার এবং সাই হোপ বাদে কোনও ক্যারিবীয় ব্যাটসম্যানই অর্ধশতরানের গণ্ডি পেরোতে পারেননি। তবে বোলিংয়ে শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ ওপেনিং স্পেলে যথেষ্ট আশা জুগিয়েছেন দলকে।

পিচ: জামাইকার সাবাইনা পার্কের উইকেট শক্ত খটখটে। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম কঠিন সারফেস জামাইকাতেই। স্লো বোলাররা সুবিধে পেতে পারেন এই পিচে। স্পিনারদেরও সহায়তার হাত বাড়িয়ে দেয় পিচ। স্লো পিচের বাউন্স ও স্পিডের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়তে পারেন ব্য়াটসম্যানরা।

Read the full article in ENGLISH

West Indies
Advertisment