/indian-express-bangla/media/media_files/2025/10/10/sai-sudharsan-2025-10-10-17-40-46.jpg)
৮৭ রানের ইনিংস খেললেন সাই সুদর্শন
India vs West Indies: ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সাই সুদর্শনের (Sai Sudharsan) নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিকবার প্রশ্ন উঠেছে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলে তিনি যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিয়েছেন। যদি সেঞ্চুরিটা তিনি পূরণ করতে পারতেন, তাহলে আরও ভাল হত। এই ম্য়াচে সাই সুদর্শন এমন একটি নজির কায়েম করেছেন, যা প্রায় ২৩ বছর পর আবারও পুনরাবৃত্তি হয়েছে। ২০০২ সালে দিল্লিতে এমন একটি কাণ্ডের সাক্ষী হয়েছিল ভারতীয় ক্রিকেট, যা আরও একবার দেখতে পাওয়া গেল।
India vs West Indies: ক্যারিবিয়ান সিরিজের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাদ পড়লেন তারকা ক্রিকেটার
৮৭ রানের ইনিংস খেললেন সুদর্শন
সাই সুদর্শন এখনও পর্যন্ত চারটেই টেস্ট ম্যাচ খেলেছেন। যদিও গত তিনটে ম্য়াচে তিনি বিশেষ নজর কাড়তে পারেননি। সেকারণে তাঁকে যথেষ্টই সমালোচনার মুখে পড়তে হয়েছিল। যদিও সাই যে কৃতিত্ব অর্জন করেছেন, তা আপনাআপনিই খুব স্পেশাল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি ১৬৫ বলে ৮৭ রান করেছেন।
India vs West Indies 3rd ODI Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?
দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্য়ায় তিন নম্বরে নেমে হাঁকিয়েছিলেন শতরান
এই টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাই সুদর্শন। টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ব্যাটার ২৩ বছর পর তিন নম্বরে ব্যাট করতে নেমে এত বেশি রান করলেন। ২০০২ সালে ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামতেন সৌরভ ব্যাট করতে নামতেন। তিনিও বাঁ-হাতি ব্যাটার ছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ১৩৬ রান করেছিলেন। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও বাঁ-হাতি ব্যাটার টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে শতরান হাঁকাতে পারেননি। সাই শতরানের যথেষ্ট কাছাকাছি ছিলেন। কিন্তু, শেষপর্যন্ত তিনি সেঞ্চুরি হাঁকাতে পারেননি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে, সৌরভ কিন্তু এই মাঠেই শতরান হাঁকিয়েছিলেন।
India vs West Indies 2nd T20I: সনজুর নামে শব্দব্রহ্ম বিমানবন্দরে, ভিডিও ভাইরাল
রাহুল দ্রাবিড় এবং চেতেশ্বর পূজারা বেশ কয়েকবছর দায়িত্ব সামলান
ইতিমধ্যে বেশ কয়েকবছর টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছেন রাহুল দ্রাবিড়। এরপর যখন দ্রাবিড়ের অবসর গ্রহণের সময় আসে, সেইসময় এই দায়িত্বটা তুলে নেন চেতেশ্বর পূজারা। এই ২ ব্যাটারই টেস্ট ক্রিকেটে যথেষ্ট রান করেন এবং একাধিক নয়া রেকর্ড কায়েম করেছেন। যদিও তাঁরা দুজনেই ডানহাতি ব্যাটার ছিলেন। বেশ কয়েক বছর পর আবারও সেই দৃশ্য দেখতে পাওয়া গেল যেখানে টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে কোনও বাঁ-হাতি ব্যাটার খেলতে নামলেন। এই ম্য়াচে সাই সুদর্শন ১৬৫ বলে ৮৭ রান করেছেন। এরমধ্যে ১২ বাউন্ডারি রয়েছে। টেস্ট ক্রিকেটে এটা সাই সুদর্শনের দ্বিতীয় হাফসেঞ্চুরি। ইতিপূর্বে, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়ানচেস্টারে ৬১ রান করেছিলেন তিনি। আবারও তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল।