/indian-express-bangla/media/media_files/2025/09/17/indian-women-cricket-team-2-2025-09-17-21-57-11.jpg)
জয়ের উল্লাস ভারতীয় মহিলা ক্রিকেট দলের
Indian Women Cricket Team: হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল অবিশ্বাস্য সাফল্য অর্জন করল। অস্ট্রেলিয়ার (IND W vs AUS W) বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে তারা সবথেকে বড় ব্যবধানে জয়লভ করেছে। মুল্লানপুরে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ১০২ রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ২৯২ রান করেছিল। এই টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায়।
অলরাউন্ড পারফরম্য়ান্স ভারতের
ওয়ানডে ক্রিকেটে রানের বিচারে এটা অস্ট্রেলিয়া মহিলা দলের সবথেকে বড় ব্যবধানে পরাজয়। এই ম্য়াচে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতরান করলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। পাশাপাশি বল হাতে আগুন ঝরালেন ক্রান্তি গৌড়। তিনি একাই তিনটে উইকেট শিকার করলেন। প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে গত চার বছরে ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথমবার জয়লাভ করল।
IND W vs ENG W: ডুবে গেল ব্রিটিশ সূর্য, ইংল্যান্ডে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা
টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়
ভারতীয় ক্রিকেট দলের ২৯৩ রান তাড়া করতে নেমে শুরুটা বেশ খারাপই করে অস্ট্রেলিয়া। রানের খাতাই খুলতে পারলেন না জর্জিয়া ভোল। শূন্য রানে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। অ্যালিসা হিলিও ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। মাত্র ৯ রান করে তিনিও আউট হয়ে যান। এরপর তৃতীয় উইকেটে বেথ মুনি এবং এলিস পেরির মধ্যে একটা অর্ধ শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। তাঁরা দুজনেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হাল ধরার চেষ্টা করেছিলেন।
IND W vs ENG W 1st ODI: ব্রিটিশভূমে উড়ল ভারতের বিজয়কেতন, দেশের মেয়েরাই সিধে করল ইংরেজদের
যদিও ১৮ রান করতে না করতেই স্নেহ রানার ঘূর্ণিতে পরাস্ত হলেন মুনি। তবে পেরি কিন্তু ৬১ বলে ৪৪ রান করলেন। অবশেষে রাধা যাদব তাঁর উইকেট শিকার করেন। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪০.৫ ওভারের মধ্যেই গোটা দল ১৯০ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ক্রান্তি গৌড় ৯.৫ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। অন্যদিকে, জোড়া উইকেট শিকার করেছেন দীপ্তি শর্মা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us