IND W vs ENG W: ডুবে গেল ব্রিটিশ সূর্য, ইংল্যান্ডে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

IND W vs ENG W 2025: প্রথম ইনিংসে ভারতের দাপুটে ব্যাটিং পারফরম্য়ান্সই এই জয়ের সিংহভাগ নিশ্চিত করে দিয়েছিল। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৮ রানে থামে টিম ইন্ডিয়া। অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ম্য়াচে ৮২ বলে একটি ধামাকাদার শতরান (১০২) উপহার দেন।

IND W vs ENG W 2025: প্রথম ইনিংসে ভারতের দাপুটে ব্যাটিং পারফরম্য়ান্সই এই জয়ের সিংহভাগ নিশ্চিত করে দিয়েছিল। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৮ রানে থামে টিম ইন্ডিয়া। অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ম্য়াচে ৮২ বলে একটি ধামাকাদার শতরান (১০২) উপহার দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Women Cricket Team (1)

জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের উল্লাস

IND W vs ENG W: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্য়ান্স করল ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। তিন ম্য়াচের এই সিরিজে হরমনপ্রীত (Harmanpreet Kaur) অ্যান্ড কোম্পানি ব্রিটিশদের ২-১ ব্যবধানে হারিয়ে দিল। মঙ্গলবার (২৩ জুলাই) সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি ডারহামের রিভারসাইড গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারত ১৩ রানে জয়লাভ করেছে। 

Advertisment

রাজকীয় শতরান হরমনপ্রীতের

প্রথম ইনিংসে ভারতের দাপুটে ব্যাটিং পারফরম্য়ান্সই এই জয়ের সিংহভাগ নিশ্চিত করে দিয়েছিল। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৮ রানে থামে টিম ইন্ডিয়া। অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ম্য়াচে ৮২ বলে একটি ধামাকাদার শতরান (১০২) উপহার দেন। বিশেষ করে মিডল ওভারে ব্রিটিশ বোলারদের কার্যত দুরমুশ করেন হরমনপ্রীত। তাঁর ধ্বংসলীলার মুখে পড়েছিলেন লরেন বেল, লিনসে স্মিথ এবং লরেন ফিলার।

Advertisment

IND W vs ENG W 1st ODI: ব্রিটিশভূমে উড়ল ভারতের বিজয়কেতন, দেশের মেয়েরাই সিধে করল ইংরেজদের

হরমনপ্রীতকে ভারতের বাকি ব্যাটাররা যোগ্য সঙ্গত দিয়েছেন। স্মৃতি মান্ধানা এবং হারলিন দেওল (দুজনেই ৪৫ রান) টপ অর্ডারে ভারতের ভিতটা করেন। এরপর জেমিমা রডরিগসের ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি (৫০) দেখতে পাওয়া যায়। হরমনপ্রীত এবং জেমিমার পার্টনারশিপই টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাঁদের মধ্যে মাত্র ৭৭ বলে ১১০ রানের জুটি গড়ে ওঠে।

IND W vs ENG W: অস্তমিত ব্রিটিশ সূর্য, ল্যাজে-গোবরে ইংরেজরা! ইতিহাস গড়ল ভারত

শেষবেলায় ৩৮ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দিলেন রিচা ঘোষ। আর সেইসঙ্গে ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রান গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্রিটিশ বোলারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন সোফি একলেস্টন। তিনি ১০ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

IND W vs ENG W 4th T20: ব্রিটিশদের বিধ্বস্ত করে গর্জন বাঘিনীদের, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস টিম ইন্ডিয়ার

এই রান তাড়া করার জন্য ইংল্যান্ডকে অপার্থিব একটি পারফরম্য়ান্স করতে হত। কিন্তু, সেটা তারা করতে পারেনি। শুরুতেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দেন ভারতের ক্রান্তি গৌড়। দুই ব্রিটিশ ওপেনার ট্যামি বিউমন্ট (২) এবং অ্যামি জোন্সের (৪) উইকেট তিনি শিকার করেন।

IND W vs ENG W 2nd T20: শুভমানদের হারের বদলা নিল ভারতের বাঘিনীরা, ইংল্যান্ডে ফের উড়ল তিরঙ্গা

দীপ্তি শর্মা একটি অভাবনীয় ক্যাচ ধরলেন জোন্সের। শরীরটাকে কার্যত হাওয়ায় ভাসিয়ে দিয়ে এক হাতে ক্যাচটা তালুবন্দি করেন দীপ্তি। প্রথম ১০ ওভারে ইংল্যান্ড মাত্র ২২ রানে জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল।

তবে ইংল্যান্ড ক্রিকেট দলকে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছিল অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট (৯৮) এবং এমা ল্য়াম্বের (৬৮) জুটি। তাঁরা দুজনেই শুরুটা শম্বুক গতিতে করলেও, ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। শেষপর্যন্ত তাঁদের মধ্যে ১৬২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

শেষপর্যন্ত এন শ্রী চরণী ল্যাম্বের উইকেট শিকার করেন। আর সেখান থেকেই এই ম্য়াচের রং বদলাতে শুরু করে। এরপর দীপ্তি শর্মা ইংল্যান্ড অধিনায়ককে সেঞ্চুরির ঠিক আগেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। ততক্ষণে ম্য়াচ ভারতের মুঠোয় অনেকটাই চলে এসেছে।

লোয়ার অর্ডারে সোফিয়া ডাঙ্কলি (৩৪), চার্লি ডিন (২১) এবং অ্যালিস ডেভিডসন-রিচার্ডস (৪৪) যথেষ্ট লড়াই করেছিলেন। কিন্তু, ইংল্যান্ড ক্রিকেট দল শেষ অবধি কাঙ্খিত টার্গেট স্পর্শ করতে পারেনি। শেষবেলায় ক্রান্তি গৌড় আরও জোড়া উইকেট শিকার করেন। শেষপর্যন্ত ভারত এই ম্য়াচে জয়লাভ করে।

Harmanpreet Kaur Indian Women Cricket Team IND W vs ENG W