IND W vs ENG W: ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয় করার পর এবার ওয়ানডে ক্রিকেটেও বিজয়কেতন ওড়াল ভারতের মহিলা ক্রিকেট দল। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। বুধবার (১৬ জুলাই) সাউদাম্পটনের এজিয়াস বাওল স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্য়াচে ভারত ৪ উইকেটে জয়লাভ করেছে।
নজরকাড়া হাফসেঞ্চুরি দীপ্তির
দীপ্তি শর্মার অপরাজিত হাফসেঞ্চুরির পাশাপাশি জেমিমা রডরিগস এবং আমনজ্যোৎ কৌরের দুর্ধর্ষ ব্যাটিং টিম ইন্ডিয়াকে ১০ বল বাকি থাকতেই ২৫৯ রান তাড়া করতে সাহায্য করে।
IND W vs ENG W: ঐতিহাসিক শতরান, স্মৃতির তাণ্ডবে 'ভূমিকম্প' ইংল্যান্ডে! বুঝিয়ে দিলেন 'খেলা হবে'
এই সফরে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত একটা ম্য়াচেও টস জিততে পারেনি। অর্থাৎ, ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট আরও একবার বাজিমাত করেন। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
IND W vs ENG W 2nd T20: শুভমানদের হারের বদলা নিল ভারতের বাঘিনীরা, ইংল্যান্ডে ফের উড়ল তিরঙ্গা
এই ম্যাচে শুরু থেকেই ভারত দাপুটে পারফরম্য়ান্স করে। শুরুতেই ইংল্যান্ডের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন ক্রান্তি গৌড়। পাওয়ারপ্লে চলাকালীন প্যাভিলিয়নে ফিরে যান তামসিন বিউমন্ট এবং অ্যামি জোন্স। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে ক্রান্তি এই প্রথম উইকেট শিকার করেন।
IND W vs ENG W 4th T20: ব্রিটিশদের বিধ্বস্ত করে গর্জন বাঘিনীদের, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস টিম ইন্ডিয়ার
প্রাথমিক ধাক্কা খাওয়ার পর ইংল্যান্ডের হয়ে ভিত নতুন করতে গড়তে শুরু করেন ন্যাট শিভার-ব্রান্ট এবং এমা ল্যাম্ব। তৃতীয় উইকেটে তাঁদের মধ্যে ৭১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে ১৯ এবং ২১ ওভারে স্নেহ রানা এই দুটো উইকেটই শিকার করলেন। আর সেইসঙ্গে ভারত আবারও লড়াইয়ে ফেরে।
IND W vs ENG W: অস্তমিত ব্রিটিশ সূর্য, ল্যাজে-গোবরে ইংরেজরা! ইতিহাস গড়ল ভারত
অবশেষে ইংল্যান্ডকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন সোফিয়া ডাঙ্কলি (৯২ বলে ৮৩ রান) এবং অ্যালিস ডেভিডসন-রিচার্ডস (৭৩ বলে ৫৩ রান)। তাঁদের মধ্যে ১০৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। শেষের দিকে একলেস্টনের ক্যামিও রোল (১৯ বলে ২৩ রান) ইংল্যান্ডকে ২৫০ রানের চৌকাঠ পেরোতে সাহায্য করে। কিন্তু, ভারতীয় ব্যাটাররা সবকিছু চুরমার করে দেয়।