টসে জিতলেন কোহলি। ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন। এর অর্থ ভারত অকল্যান্ডের ইডেন পার্কে রান তাড়া করেই জয় সম্পন্ন করতে চায়।
এদিকে, হিসেব মতোই প্রথম টি২০তে জায়গা হল না ঋষভ পন্থের। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলাতে হবে লোকেশ রাহুলকে। লোকেশই পার্টটাইম কিপারের ভূমিকা পালন করবেন। পাশাপাশি সঞ্জু স্যামসনেরও জায়গা হয়নি।
পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে খেলছেন মণীশ পাণ্ডে। অলরাউন্ডারের কোটায় জায়গা পেয়েছেন শিবম দুবে। দুই স্পিনার হিসেবে প্রথম একাদশে খেলবেন যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা। শামি, বুমরা এবং শার্দুল ঠাকুর পেস ডিপার্টমেন্টে থাকছেন। বাদ পড়েছেন নভদীপ সাইনিও।
অন্যদিকে, নিউজিল্যান্ডের জার্সিতে আজ টি২০তে অভিষেক ঘটাচ্ছেন হামিশ বেনেট।
ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর