IND W vs PAK W: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে চাঞ্চল্যকর আপডেট, শুনলে অবাক হবেন আপনিও!

IND W vs PAK W: আগামী রবিবার ২২ গজের যুদ্ধে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্য়াচে টিম ইন্ডিয়া আদৌ পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অবশেষে এই ব্যাপারে চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে।

IND W vs PAK W: আগামী রবিবার ২২ গজের যুদ্ধে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্য়াচে টিম ইন্ডিয়া আদৌ পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অবশেষে এই ব্যাপারে চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (20)

আগামী রবিবার ক্রিকেট ময়দানে ফের দেখা যাবে ভারতৃ-পাকিস্তান লড়াই

IND W vs PAK W: সম্প্রতি ২০২৫ এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, সেই আঁচ এখনও বেশ গনগনে। পহেলগাঁও জঙ্গি হানার পর ভারতীয় ক্রিকেটাররা ক্ষোভের চরম সীমায় ছিলেন। সেকারণে না অধিনায়ক সূর্যকুমার যাদব, আর না টিম ইন্ডিয়ার বাকি খেলোয়াড়রা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি। 

Advertisment

India vs Pakistan: ভারতকে অসম্মান! বেকায়দায় পড়ে ল্যাজ গোটালেন পাক অধিনায়ক

তবে এই বিতর্ক চরম পর্যায়ে পৌঁছয়, যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে টিম ইন্ডিয়া। আসলে, মহসিন নকভির আরও একটি পরিচয় রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্য়ান তিনি। সেইসঙ্গে আবার পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক পদেও রয়েছেন তিনি। ইতিপূর্বে, ভারতের বিরুদ্ধে তিনি যথেষ্ট বিষোদগার করেছিলেন। আর সেকারণেই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এবার এই হ্যান্ডশেক বিতর্কের প্রভাব মহিলা ক্রিকেট বিশ্বকাপেও (Women's ODI World Cup 2025) পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ৫ অক্টোবর ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

Advertisment

India vs Pakistan News Update: 'ধুর, ওদের কোনও কোয়ালিটি নেই...', পাকিস্তানকে 'দুচ্ছাই' ভারতীয় সুপারস্টারের

বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ শইকিয়া এই ব্যাপারে মৌনতা ভাঙলেন। তিনি জানিয়েছেন, মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল আইসিসি-র যাবতীয় নিয়মাবলী অনুসরণ করবে। এর অর্থ একটাই। এই টুর্নামেন্টেও ভারত এবং পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডশেক হওয়া কার্যত অসম্ভব। কারণ আইসিসি-র কোনও নিয়মাবলীতে উল্লেখ করা নেই যে দুই দলের মধ্যে করমর্দন করতেই হবে।

India vs Pakistan Asia Cup Final: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় খবর, না শুনলে চরম মিস!

বিবিসি-কে দেওয়া একটি স্পেশাল ইন্টারভিউয়ে শইকিয়া জানালেন, 'আমি কোনও ভবিষ্যৎবাণী করতে পারব না। কিন্তু, ওই শত্রু দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আগেকার মতোই রয়েছে। গত এক সপ্তাহে কোনও পরিবর্তন হয়নি।'

India vs Pakistan: সূর্যকুমারের সামনে 'সুবর্ণ সুযোগ', স্পর্শ করতে পারেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড!

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ভারতীয় ক্রিকেট দল কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্য়াচ খেলতে নামবে। এই ম্যাচে আইসিসি-র যাবতীয় নিয়ম পালন করা হবে। আমি শুধুমাত্র এটুকু বলতে পারি, MCC ক্রিকেটের যাবতীয় নিয়ম পালন করা হবে। সেটা হাত মেলানো হোক, কিংবা কোলাকুলি করা। তবে এই ব্যাপারে আমি এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে পারব না।'

জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে ভারত

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জয় দিয়েই মহিলা ক্রিকেট বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। হরমনপ্রীতের কৌরের নেতৃত্বে প্রথম ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয়লাভ করেছে। অন্যদিকে, বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে পরাস্ত হয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে আগামী ৫ অক্টোবর ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

BCCI Women’s ODI World Cup 2025 IND W vs PAK W