/indian-express-bangla/media/media_files/2025/10/01/salman-ali-agha-3-2025-10-01-13-09-43.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা
Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে (India vs Pakistan) কার্যত বেআব্রু করেছে ভারতীয় ক্রিকেটে দল (Indian Cricket Team)। খেতাবি লড়াইয়ে টিম ইন্ডিয়া ৫ উইকেটে দাপুটে জয়লাভ করেছে। ম্যাচের পর সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা (Salman Ali Agha)। সেখানে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন। ম্যাচ ফি দান করার ঘোষণা করেন তিনি। এই মন্তব্যই কার্যত তাঁর কাছে ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে। শোনা যাচ্ছে, সলমানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নাকি কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে। দায়ের করা হতে পারে অভিযোগ। ফলে বিপদ যে সলমান আলি আগার দরজায় কড়া নাড়ছে, তা একপ্রকার বলা যেতেই পারে। এমনকী, তাঁকে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হতে পারে।
IND vs PAK Asia Cup Final: পাকিস্তানকে নিয়ে কুলদীপের জীবনে ভয়ঙ্কর সত্যি, ফাঁস করলেন ছোটবেলার কোচ!
ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন পাক অধিনায়ক
এশিয়া কাপের ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা সাংবাদিক বৈঠকে এসেছিলেন। সেখানেই তিনি বলেন, 'ভারতীয় সেনাবাহিনীর হামলায় আমাদের দেশে যে সকল নাগরিক এবং শিশু প্রাণ হারিয়েছেন, সেইসকল পরিবারের হাতে আমরা দলের পক্ষ থেকে যাবতীয় ম্য়াচ ফি তুলে দিতে চাই।' ভারতের বিরুদ্ধে এই বিতর্কিত মন্তব্যই পাকিস্তান ক্রিকেট অধিনায়কের কেরিয়ারে অশনি সংকেত ডেকে এনেছে। তিনি যে কত বড় ভুল করে ফেলেছেন, সেটা বোধহয় নিজেও আঁচ করতে পারেননি। কারণ অপারেশন সিন্দুর অভিযানে শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি ঘাঁটিই ধ্বংস করা হয়েছিল। কোনও সাধারণ নাগরিকের প্রাণ কেড়ে নেওয়া হয়নি।
IND vs PAK Asia Cup Final: ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান? মারাত্মক অভিযোগ সূর্যকুমার যাদবের
কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে BCCI!
পাক ক্রিকেট অধিনায়কের এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জাগরণে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সলমানের এই মন্তব্য যথেষ্ট সংবেদনশীল। ক্রিকেটের কোড অফ কন্ডাক্ট বিরুদ্ধ। এই বিবৃতিতে ভারতের নামও গ্রহণ করা হয়েছে। সেকারণে বিসিসিআই এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। জানা গিয়েছে, সলমান আলি আগার বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট অধিনায়কের সমস্যা যে আরও বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁকে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হতে পারে।
IND vs PAK: সূর্যের এই ৩ সিদ্ধান্তেই 'খেল-খতম'? ভারতের সামনে ল্যাজ গোটাল পাকিস্তান
জরিমানা দিতে হয়েছিল সূর্যকুমার যাদবকে
গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা করেন, এই জয়টা তিনি ভারতীয় সেনাবাহিনী এবং পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারকে উৎসর্গ করতে চান। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মন্তব্যকে কেন্দ্র করে জলঘোলা করে এবং আইসিসি-র কাছে অভিযোগও দায়ের করেছিল। সূত্রের খবর, এই অভিযোগের ভিত্তিতে সূর্যকুমার যাদবের ৩০ শতাংশ ম্য়াচ ফি কেটে নেওয়া হয়। এবার সলমান আলি আগার বিতর্কিত মন্তব্যের পর এমনই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। ICC-র পক্ষ থেকে সলমানের ম্য়াচ ফি কেটে নেওয়া হতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us