/indian-express-bangla/media/media_files/2025/10/06/indien-women-cricket-team-2025-10-06-18-02-16.jpg)
পাকিস্তানকে হারানোর পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের উল্লাস
IND W vs SA W: ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) প্রথম ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দলের পেস বোলিং অলরাউন্ডার আমনজ্যোত কৌর (Amanjot Kaur) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের জয়ে গ্রহণ করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু, খারাপ ফিটনেসের কারণে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনি সুযোগ পাননি। এবার ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের পরবর্তী ম্য়াচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচেও আমনদীপ খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
IND W vs PAK W Controversy: ছিলেন ক্রিজের মধ্যে, তাও কেন আউট পাকিস্তানি ব্যাটার? জেনে নিন আসল নিয়ম
আমনজ্যোত কৌরের ফিটনেস টেনশন বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার
পাকিস্তানের বিরুদ্ধে টসের সময়ই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছিলেন যে সম্পূর্ণ ফিট না হওয়ার কারণে আমনদীপকে প্রথম একাদশে রাখা হয়নি। একথা অনস্বীকার্য, পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটিং একেবারে নজর কাড়তে পারেনি। আর এখানেই আমনজ্যোত কৌরের অভাব অনুভূত হচ্ছিল। খেলা শেষ হওয়ার পরও ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট আমনজ্যোতের ফিটনেস নিয়ে কোনও আপডেট দেয়নি। এই পরিস্থিতিতে যদি আমনজ্যোত আগামী ৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে না পারেন, তাহলে সেটা টিম ইন্ডিয়ার কাছে একটা বড়সড় ধাক্কা হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রেণুকা সিং ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছিল। বল হাতে রেণুকা অবশ্য ভাল পারফরম্য়ান্স করেন।
IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তান হারতেই 'বিস্ফোরক' ফতিমা
দুর্দান্ত ফর্মে রয়েছেন আমনজ্যোৎ কৌর
শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত প্রথম ম্য়াচে আমনজ্যোৎ ৫৭ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। পাশাপাশি বল হাতেও তিনি ৩৭ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন। ইতিপূর্বে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ২০ রান করার পাশাপাশি ১ উইকেটও শিকার করেছিলেন। আমনজ্যোত এভাবেই যদি ব্যাটিং করতে পারেন, তাহলে টিম ইন্ডিয়ার সামনে বিশ্বকাপ জয়ের রাস্তা অনেকটাই প্রশস্ত হবে। সেকারণে যতটা দ্রুত সম্ভব আমনজ্যোত ফিট হওয়ার চেষ্টা করবেন। কারণ তিনি দলে ফিরলেই টিম ইন্ডিয়ায় ভারসাম্য ফিরে আসবে। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন হরমনপ্রীত চাইবেন, দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে আমনজ্যোতের নির্বাচন যেন টিম ইন্ডিয়ায় হয়।