IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তান হারতেই 'বিস্ফোরক' ফতিমা

IND W vs PAK W 2025: ভারতের বিরুদ্ধে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাকিস্তান ক্রিকেট দল। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় জয়। অন্যদিকে, পাকিস্তানের এই হারে কার্যত ভেঙে পড়লেন অধিনায়ক ফতিমা সানা।

IND W vs PAK W 2025: ভারতের বিরুদ্ধে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাকিস্তান ক্রিকেট দল। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় জয়। অন্যদিকে, পাকিস্তানের এই হারে কার্যত ভেঙে পড়লেন অধিনায়ক ফতিমা সানা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Fatima Sana

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা

IND W vs PAK W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৮৮ রানে হেরে গেল পাকিস্তান। এই ম্য়াচে পাকিস্তানের বোলিং এবং ব্যাটিং কোনওটাই নজর কাড়তে পারেনি। ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২৪৭ রান করেছিল। এরপর পাকিস্তান দল মাত্র ১৫৯ রানেই অলআউট হয়ে যায়।

Advertisment

IND W vs PAK W Highlights: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক, টিম ইন্ডিয়া জেতার পর কী বললেন হরমনপ্রীত?

পাওয়ার প্লে'তে রানের বন্যা: ফতিমা সানা

ম্য়াচের পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা জানালেন, 'পাওয়ার প্লে চলাকালীন আমরা অনেকটাই বেশি রান দিয়ে ফেলেছিলাম। পাশাপাশি ডেথ ওভারেও ওদের রান আটকাতে পারিনি। আমি যখন বল করতে এসেছিলাম, তখন ভেবেছিলাম যে এই উইকেটে সিম বোলিং কার্যকরী হবে। সিম এবং সুইংয়ের মধ্য়ে ডায়না বেইগ সামান্য দোলাচলে ছিল। ওকে আমি বারংবার এই ব্য়াপারটাই বোঝানোর চেষ্টা করছিলাম। যদি ভারতীয় ক্রিকেট দলকে আমরা ২০০ রানের মধ্যে আটকে ফেলতে পারতাম, তাহলে আমাদের জয়ের একটা সম্ভাবনা থাকত।'

Advertisment

ICC Womens World Cup 2025 Points Table: পাকিস্তানকে হারাতেই 'ধুন্ধুমার' টিম ইন্ডিয়ার, উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে

সিদরা আমিনের প্রশংসায় পঞ্চমুখ পাক অধিনায়ক

সেইসঙ্গে ফতিমা সানা আরও যোগ করেছেন, 'আমি এখনও বিশ্বাস করি যে আজকের ম্য়াচে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভাল ছিল। কারণ টপ ফাইভে ব্যাটার ছাড়া অন্য কেউ ছিল না। তবে আগামী ম্য়াচগুলোয় ওদের আরও ভাল পারফরম্য়ান্স করতে হবে। নিজেদের দক্ষতা আরও শানিত করতে হবে। কারণ একটা ম্য়াচ জিততে হলে আমাদের আরও বড় পার্টনারশিপ দরকার। পরিস্থিতি বিচার করে খেলতে হবে।' সিদরা আমিনের ব্যাপারে কথা বলতে গিয়ে ফতিমা বললেন, 'ও আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যথেষ্ট পরিশ্রম করে।'

India Beats Pakistan: বিশ্বকাপে সিংহগর্জন টিম ইন্ডিয়ার, হেরে ল্যাজ গোটাল পাকিস্তান

ক্রান্তি গৌড়ের সামনে ছত্রাখান হয়ে যায় পাকিস্তান

ভারতের বিরুদ্ধে একমাত্র সিদরা আমিনই কিছুক্ষণ ব্যাট হাতে লড়াই চালিয়েছিলেন। ১০৬ বলে তিনি মোট ৮১ রান করেন। এরমধ্যে ৯ চার এবং ১ ছক্কা রয়েছে। কিন্তু, শেষপর্যন্ত সিদরা জেতাতে পারলেন না পাকিস্তানকে। এর পাশাপাশি দলের জন্য গুরুত্বপূর্ণ ৩৩ রান করেছেন নাতালিয়া পারভেজ। এই দুজন ক্রিকেটার ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটারই সেভাবে নজর কাড়তে পারলেন না। ভারতের হয়ে ধামাকাদার বোলিং করলেন ক্রান্তি গৌড়। ১০ ওভারে তিনি মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া দীপ্তি শর্মার ঝুলিতেও এসেছে ৩ উইকেট। ভারতের এই দুই বোলারের সামনে পাকিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

IND W vs PAK W Women’s ODI World Cup 2025