IND W vs PAK W Controversy: ছিলেন ক্রিজের মধ্যে, তাও কেন আউট পাকিস্তানি ব্যাটার? জেনে নিন আসল নিয়ম

IND W vs PAK W Highlights: ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে গত রবিবার ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। এই ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্য়াচ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

IND W vs PAK W Highlights: ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে গত রবিবার ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। এই ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্য়াচ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Muneeba Ali Out Controversy

বিতর্কিত আউটের শিকার হলেন মুনিবা আলি

IND W vs PAK W: গত রবিবার (৫ অক্টোবর) চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২৪৭ রান করেছিল। জবাবে পাকিস্তান ৪৩ ওভারের মধ্যে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ফলত, ভারত এই ম্য়াচে ৮৮ রানে জয়লাভ করেছে। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ হবে, আর কোনও বিতর্ক থাকবে না! এমনটা আবার হয় নাকি? রবিবাসরীয় যুদ্ধেও আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ঝামেলা সৃষ্টি করেছিল পাকিস্তান। 

Advertisment

Harmanpreet Kaur Perfect Reply: ভারতকে চোখ রাঙাতে এসেছিল পাকিস্তান, যোগ্য জবাব দিলেন অধিনায়ক হরমনপ্রীত!

ভারত বনাম পাকিস্তান ম্য়াচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আম্পায়ারের ওই বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার মুনিবা আলি। তাঁর ব্যাট ক্রিজের মধ্যেই ছিল। কিন্তু, তা সত্ত্বেও তাঁকে আউট দিয়েছেন আম্পায়ার। সেকারণে ১২ বলে মাত্র ২ রান করে তাঁকে ফিরে যেতে হয়। কী বলছে ক্রিকেটের নিয়ম? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তান হারতেই 'বিস্ফোরক' ফতিমা

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত

চতুর্থ ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মুনিবা আলিকে আউটের সিদ্ধান্ত জানান ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার। আসলে, মুনিবা ক্রিজের বাইরে ছিলেন। কিন্তু, ব্যাটটা তিনি ক্রিজের মধ্যেই রাখেন। যদিও এরপরও ভারতীয় উইকেটকিপার রিচা ঘোষ বলটাকে স্টাম্পের দিকে ছুঁড়ে মারেন। আর ঠিক সেইসময়ই মুনিবার ব্যাটটা মাটি স্পর্শ করে ছিল না। এই পরিস্থিতিতে আম্পায়ার তাঁকে আউটের সিদ্ধান্ত জানান। তবে পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করছেন, মুনিবা একবার যখন তাঁর ব্যাট ক্রিজে রেখেই দিয়েছিল, তারপরও কীভাবে এই আউটের সিদ্ধান্ত দিলেন আম্পায়ার?

IND W vs PAK W Highlights: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক, টিম ইন্ডিয়া জেতার পর কী বললেন হরমনপ্রীত?

জেনে নিন আসল নিয়ম

ক্রিকেট নিয়মাবলীর ৩০.১.২ ধারা অনুসারে, আপনি যদি দৌড়ে ক্রিজে পৌঁছন এবং ব্যাট হাওয়ায় থাকে, তাহলে আপনাকে নিঃসন্দেহে নট আউটই দেওয়া হবে। কিন্তু, যদি আপনি দাঁড়িয়ে থাকেন এবং আপনার ব্য়াটটা মাটি স্পর্শ করে না থাকে, তাহলে আপনি আউট হয়ে যাবেন। এক্ষেত্রে মুনিবার সঙ্গেও সেটাই হয়েছে।

India Beats Pakistan: বিশ্বকাপে সিংহগর্জন টিম ইন্ডিয়ার, হেরে ল্যাজ গোটাল পাকিস্তান

শীর্ষে টিম ইন্ডিয়া

চলতি টুর্নামেন্টে এটাই টিম ইন্ডিয়ার দ্বিতীয় জয়। ইতিপূর্বে, বিশ্বকাপের প্রথম ম্য়াচে তারা ডাকওয়ার্থ লুইস নিয়ম মেনে শ্রীলঙ্কাকে ৫৯ রানে পরাস্ত করেছিল। সবচেয়ে বড় কথা, টানা ২ ম্য়াচ জেতার পর এবারের মহিলা ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও বড়সড় লাফ দিল টিম ইন্ডিয়া। আপাতত ভারতীয় মহিলা ক্রিকেট দল শীর্ষস্থানে উঠে এসেছে। ভারতের ঝুলিতে ২ ম্য়াচ থেকে মোট ৪ পয়েন্ট এসেছে। পাশাপাশি তাদের নেট রানরেট ১.৫১৫।