/indian-express-bangla/media/media_files/2025/10/01/indian-women-cricket-team-3-2025-10-01-00-01-00.jpg)
জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের উল্লাস
IND W vs SL W: ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) জয় দিয়ে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অভিযান (Women's ODI World Cup 2025) শুরু করল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের প্রথম ম্য়াচে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫৯ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২৬৯ রান তোলে। এর জবাবে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল ৪৫.৪ ওভারে মাত্র ২১১ রান করতে পারে। ওয়ানডে বিশ্বকাপের শুরুটা বেশ ভালই করল ভারত। যদিও বৃষ্টির কারণে এই ম্য়াচ বেশ খানিকটা বিঘ্নিত হয়েছে। সেকারণে দুটো দলই সম্পূর্ণ ৫০ ওভার করে খেলতে পারেনি। আগামী ৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই ম্য়াচটি কলম্বোয় আয়োজন করা হবে।
IND W vs PAK W: এখনও শেষ হয়নি লড়াই, পাকিস্তানকে ফের 'বেইজ্জত' করতে প্রস্তুত টিম ইন্ডিয়া!
দুরন্ত পারফরম্য়ান্স করলেন আমনজ্যোত কৌর এবং দীপ্তি শর্মা
ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের পিছনে সবথেকে বড় অবদান রয়েছে আমনজ্যোত কৌর এবং দীপ্তি শর্মা। শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট বেশ চাপে পড়ে গিয়েছিল। সেইসময় এই দুজন দায়িত্ব নিয়ে টিম ইন্ডিয়ার হাল ধরেন। সেইসঙ্গে ভারতের স্কোর একটা সম্মানজনক জায়গায় তুলে নিয়ে যান। একটা সময় মাত্র ১২৪ রানে ভারতের ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেইসময় আমনজ্যোত এবং দীপ্তি শতরানের পার্টনারশিপ গড়ে তোলে। দীপ্তি শর্মা ৫৩ বলে ৫৩ রান করেন। এরমধ্যে তিনটে বাউন্ডারি রয়েছে। আমনজ্যোৎ কৌর ৫৬ বলে ৫৭ রান করেন। তিনি ৫ বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।
IND W vs SL W Live Streaming: আপাতত অতীত SonyLIV, কখন-কোথায় দেখবেন মহিলা ক্রিকেট বিশ্বকাপ?
বল হাতেও ভেলকি দেখালেন দীপ্তি এবং আমনজ্যোত কৌর
এরপর ভারতীয় ক্রিকেট দলের যখন বল করার সময় আসে, তখনও দীপ্তি শর্মা এবং আমনজ্যোৎ কৌর কামাল পারফরম্য়ান্স করলেন। এই ম্য়াচে দীপ্তি শর্মা তিন উইকেট শিকার করেন। অন্যদিকে, আমনজ্যোৎ কৌরও একটি সাফল্য অর্জন করেন। তিনটে উইকেট শিকার করেন স্নেহ রানাও। শ্রীলঙ্কার হয়ে একমাত্র রান পেয়েছেন অধিনায়ক চামারি আটাপাট্টু। তবে কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। চামারি ৪৭ বলে ৪৩ রান করেন। এরমধ্যে ৪ চার এবং ৩ ছক্কা রয়েছে।
বুধবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা
মহিলা ওয়ানডে বিশ্বকাপে বুধবার (১ অক্টোবর) অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দল একে অপরের বিরুদ্ধে নামবে। এই ম্য়াচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এরপর ২ অক্টোবর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে জোর টক্কর হবে। এই ম্য়াচটি কলম্বোয় আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট দল আগামী ম্য়াচটা আগামী ৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটিও কলম্বোয় আয়োজন করা হবে। খাতায়-কলমে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে যদি পাকিস্তানকে হারাতে পারে টিম ইন্ডিয়া, তাহলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে।