Women’s Cricket World Cup 2025 Schedule: শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ, কবে-কাদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত?

Women’s Cricket World Cup 2025: মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে আইসিসি ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। আগামী ২ নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।

Women’s Cricket World Cup 2025: মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে আইসিসি ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। আগামী ২ নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harmanpreet Kaur

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর

Indian Women Cricket Team: আরও একবার ২২ গজে ফিরতে চলেছে ক্রিকেট রোমাঞ্চ। এবার গোটা দেশ মহিলা ক্রিকেট দলের জন্য গলা ফাটাবে। সাক্ষী হতে চলেছে এক নতুন ইতিহাসের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে আইসিসি ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (Women’s ODI World Cup 2025) শুরু হতে চলেছে। আগামী ২ নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।

Advertisment

IND W vs PAK W: এখনও শেষ হয়নি লড়াই, পাকিস্তানকে ফের 'বেইজ্জত' করতে প্রস্তুত টিম ইন্ডিয়া!

যুগ্মভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা

ওয়ানডে মহিলা বিশ্বকাপের ত্রয়োদশ মরশুম ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করছে। এই দুই দেশের একাধিক স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করা হবে। প্রসঙ্গত, এই প্রথমবার ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে ওয়ানডে মহিলা বিশ্বকাপ আয়োজন করছে।

Advertisment

IND W vs SL W Live Streaming: আপাতত অতীত SonyLIV, কখন-কোথায় দেখবেন মহিলা ক্রিকেট বিশ্বকাপ?

অংশগ্রহণ করছে ৮ দল

এবারের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। ৫০ ওভারের ক্রিকেটে প্রত্যেকটা দলই একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আশা করা হচ্ছে, এই টুর্নামেন্টের খেতাবও টিম ইন্ডিয়ার ঝুলিতেই আসবে।

Harmanpreet Kaur Record: ঐতিহাসিক 'কারনামা' হরমনপ্রীতের, ভাঙলেন মিতালি রাজের রেকর্ড

২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ: ভারতের সূচি

  • ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার: ভারত বনাম শ্রীলঙ্কা – বেলা ৩টে
  • ৫ অক্টোবর, রবিবার: ভারত বনাম পাকিস্তান – বেলা ৩টে
  • ৯ অক্টোবর, বৃহস্পতিবার: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – বেলা ৩টে
  • ১২ অক্টোবর, রবিবার: ভারত বনাম অস্ট্রেলিয়া – বেলা ৩টে
  • ১৯ অক্টোবর, রবিবার: ভারত বনাম ইংল্যান্ড – বেলা ৩টে
  • ২৩ অক্টোবর, বৃহস্পতিবার: ভারত বনাম নিউজিল্যান্ড – বেলা ৩টে
  • ২৬ অক্টোবর, রবিবার: ভারত বনাম বাংলাদেশ – বেলা ৩টে
  • ২৯ অক্টোবর, বুধবার: সেমিফাইনাল ১ (যোগ্যতা অনুসারে) – বেলা ৩টে
  • ৩০ অক্টোবর, বৃহস্পতিবার: সেমিফাইনাল ২ (যোগ্যতা অনুসারে) – বেলা ৩টে
  • ২ নভেম্বর, রবিবার: ফাইনাল (যোগ্যতা অনুসারে) – বেলা ৩টে

ইতিহাস গড়তে পারে টিম ইন্ডিয়া

এই বছর ভারতীয় মহিলা ক্রিকেট দল খেতাব জয় করে ইতিহাস কায়েম করতে পারে। গত কয়েক বছরে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। আশা করা হচ্ছে, এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার যোগ্যতাও ভারতের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে ঘরের মাঠে দর্শকদের সমর্থন হরমনপ্রীতদের আত্মবিশ্বাস আরও বাড়াতে পারে।

Smriti Mandhana Record: যা কেউ পারেনি, সেটাই করলেন স্মৃতি! বিশ্বকাপের আগেই সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন বিরল রেকর্ড

নজর থাকবে গোটা ক্রিকেট বিশ্বের

শুধুমাত্র ভারতীয় উপমহাদেশই নয়, ২০২৫ আইসিসি ওয়ানডে মহিলা ক্রিকেট বিশ্বকাপের উপরে নজর থাকবে গোটা ক্রিকেট বিশ্বের। বলা ভাল, ক্রিকেটের মহোৎসব আয়োজন করা হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেট ম্য়াচ বরাবরই যথেষ্ট রোমাঞ্চকর হয়ে থাকে। পারফরম্য়ান্সে থাকে চড়াই-উতরাই। এবারও তেমনটাই দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল - প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রাধা যাদব, ক্রান্তি গৌড়, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোৎ কৌর, উমা ছেত্রী, শ্রী চরণী।

Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025