IND W vs PAK W: এখনও শেষ হয়নি লড়াই, পাকিস্তানকে ফের 'বেইজ্জত' করতে প্রস্তুত টিম ইন্ডিয়া!

IND W vs PAK W: শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ফের ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। কবে-কোথায় সেই ম্য়াচ আয়োজন করা হবে, তা দেখে নেওয়া যাক।

IND W vs PAK W: শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ফের ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। কবে-কোথায় সেই ম্য়াচ আয়োজন করা হবে, তা দেখে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (19)

বিশ্বকাপের মঞ্চে এবার ভারত-পাকিস্তান

IND W vs PAK W: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে টানা ৩ ম্য়াচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া (India vs Pakistan)। সবচেয়ে বড় ব্যাপার, এই টুর্নামেন্টে পাকিস্তান জঘন্য পারফরম্য়ান্স করেও শেষপর্যন্ত ফাইনালে উঠতে পেরেছিল। কিন্তু, খেতাবি লড়াইয়ে ভারতের সামনে তাদের জিভ বেরিয়ে যায়। যদি আপনারা মনে করেন যে এশিয়া কাপ শেষ হয়ে গেল মানেই ২২ গজে ভারত বনাম পাকিস্তান লড়াই খতম হয়ে গেল, তেমনটা কিন্তু একেবারেই নয়। পাকিস্তানের তো এখনও বেইজ্জত হওয়া বাকি রয়েছে। আর কয়েকদিন পরেই ফের মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। আর সেই লড়াইটা বিশ্বকাপের (Women's ODI World Cup) মঞ্চেই হবে।

Advertisment

IND W vs SL W Live Streaming: আপাতত অতীত SonyLIV, কখন-কোথায় দেখবেন মহিলা ক্রিকেট বিশ্বকাপ?

ভারত এবং পাকিস্তান মহিলা দলের মধ্যে আয়োজন করা হচ্ছে ম্য়াচ

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচ ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের প্রথম দিনই ভারতের মহিলা ক্রিকেট দল খেলতে নামবে। এরপর দ্বিতীয় ম্য়াচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। মহিলা ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্য়াচে ভারত এবং শ্রীলঙ্কা খেলতে নামছে। এই ম্য়াচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় অনুসারে বেলা তিনটে থেকে শুরু হবে। যদিও ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।

Advertisment

IND W vs ENG W: ডুবে গেল ব্রিটিশ সূর্য, ইংল্যান্ডে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

৫ অক্টোবর কলম্বোয় আয়োজন করা হবে ভারত-পাকিস্তান ম্য়াচ

মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ আগামী ৫ অক্টোবর আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি শ্রীলঙ্কার কলম্বোয় খেলা হবে। এই ম্য়াচটাও ভারতীয় সময় অনুসারে বেলা তিনটে থেকে হবে। ভারতীয় পুরুষ ক্রিকেটাররা যেভাবে সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, আশা করা যায় যে মহিলারাও তেমনই পারফরম্য়ান্স করতে পারবে। সেকারণে আগামী ৫ অক্টোবর কলম্বোয় আয়োজিত এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারতের মহিলা ক্রিকেট দল এমনিতেই পাকিস্তানের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান হারলে আশ্চর্য্য হওয়ার কিছু থাকবে না।

Asia Cup Final IND vs PAK: 'ওরা জিতলে, সেটাই অঘটন হত...', পাকিস্তানকে ধুয়ে দিলেন বাংলার তারকা ক্রিকেটার

এখনও পর্যন্ত ১১ বার পাকিস্তানকে হারিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল

মজার ব্যাপার হল, ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত মোট ১১ ওয়ানডে ম্য়াচের আয়োজন করা হয়েছে। আর প্রত্যেকটা ম্য়াচই টিম ইন্ডিয়া হেসেখেলে জিতেছে। পাকিস্তান এখনও পর্যন্ত জয়ের খাতাই খুলতে পারেনি। ফলে অনুমান করা যেতেই পারে যে শুধুমাত্র পুরুষ ক্রিকেট দলই নয়, ভারতের মহিলা ক্রিকেটারদের কাছেও অপমানিত হতে চলেছে পাকিস্তান। এখন এটাই দেখার যে আগামী ৫ অক্টোবর এই দুটো দল যখন একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে, তখন টিম ইন্ডিয়া কত বড় ব্যবধানে জয়লাভ করতে পারে।

IND vs PAK Asia Cup Final: 'মাঠেও এবার অপারেশন সিন্দুর...', জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল - প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রাধা যাদব, ক্রান্তি গৌড়, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোৎ কৌর, উমা ছেত্রী, শ্রী চরণী।

Women’s ODI World Cup 2025 India vs Pakistan Asia Cup 2025 IND W vs PAK W