Asia Cup 2025 Team India: নির্বাচকদের এক সিদ্ধান্তেই স্বপ্নভঙ্গ! টিম ইন্ডিয়ার যোগ্য় দাবিদার ছিলেন এই ৩ ক্রিকেটার

Asia Cup 2025 India Squad: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অজিত আগরকরের নেতৃত্বে মঙ্গলবার (১৯ অগাস্ট) বিসিসিআই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

Asia Cup 2025 India Squad: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অজিত আগরকরের নেতৃত্বে মঙ্গলবার (১৯ অগাস্ট) বিসিসিআই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suruyakumar Yadav

ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব

Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অজিত আগরকরের নেতৃত্বে মঙ্গলবার (১৯ অগাস্ট) বিসিসিআই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়ক এবং শুভমান গিলকে (Shubman Gill) সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে। আসন্ন এশিয়া কাপের জন্য অভিষেক শর্মা, শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের মতো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে ভারতীয় স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু, নির্বাচকরা ৩ এমন তারকা ক্রিকেটারকে বঞ্চিত করলেন, যাঁদের এই দলে যোগ্য দাবিদার হিসেবে মনে করা হয়েছিল।

Advertisment

Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন এই ৫ ক্রিকেটার!

১. যশস্বী জয়সওয়াল

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি। সম্প্রতি ইংল্যান্ডে আয়োজিত টেস্ট সিরিজে যশস্বী দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে তিনি জোড়া শতরান হাঁকানোর পাশাপাশি মোট ৪১১ রান করেছিলেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও তিনি বেশ ভাল পারফরম্য়ান্স করেন। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ১৫ ম্য়াচে মোট ৫৫৯ রান করেছেন। এরমধ্যে ৬ হাফসেঞ্চুরি রয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেছিলেন এশিয়া কাপে জয়সওয়াল চোখ বন্ধ করে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে নির্বাচিত হবেন। কিন্তু, তেমনটা হল না। যদিও তাঁকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।

Advertisment

Team India Announcement: আগরকরের সিদ্ধান্তে 'বড় চমক', কেমন হল এশিয়া কাপে ভারতীয় স্কোয়াড?

২. শ্রেয়স আইয়ার

এশিয়া কাপের স্কোয়াড থেকে সবথেকে বড় নাম শ্রেয়স আইয়ারের নাম অনুপস্থিত রয়েছে। টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার বাঁ-হাতি ব্যাটার শ্রেয়সকে এশিয়া কাপ স্কোয়াডে রাখা হল না। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি শুধুমাত্র রানের বন্য়াই বইয়ে দেননি, তাঁর নেতৃত্বে পঞ্জাব কিংস ফাইনাল পর্যন্ত খেলেছিল। এই মরশুমে আইয়ার ১৭ ম্য়াচে ৫০.৩৩ গড়ে এবং ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেন। এরমধ্যে ৫ হাফসেঞ্চুরি রয়েছে।

Asia Cup 2025: এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দল, শ্রেয়স আইয়ার না থাকলে কি বিপাকে পড়বে টিম ইন্ডিয়া?

২০২৩ সালের ডিসেম্বর মাসে শ্রেয়স শেষবার ভারতের হয়ে টি-২০ ম্য়াচ খেলেছিলেন। সেই ম্য়াচে তিনি একটি নজরকাড়া শতরান করেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। ওই বছর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল খেতাবও জেতান তিনি। কিন্তু, এরপরও ২০২৪ টি-২০ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়ায় সুযোগ পাননি। এবার আরও একবার ভাল পারফরম্য়ান্সের পরও তাঁকে সুযোগ থেকে বঞ্চিত করা হল। 

3 Mistakes by Team India: শোধরাতে হবে এই ৩ ভুল, তাহলেই দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত টিম ইন্ডিয়ার

৩. ওয়াশিংটন সুন্দর

আসন্ন এশিয়া কাপে সুযোগ পেলেন না ওয়াশিংটন সুন্দরও। সুন্দর ভারতীয় ক্রিকেট দলে একজন তারকা অলরাউন্ডার। টিম ইন্ডিয়ায় স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বেশ ভাল করেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি শতরানও হাঁকিয়েছিলেন সুন্দর। ৪ ম্যাচে তিনি মোট ২৮৪ রান করেন। এছাড়া ৫ উইকেটও শিকার করেছেন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সুন্দর ৫৪ ম্যাচে মোট ৪৮ উইকেট শিকার করেছেন। এছাড়া করেছেন ১৯৩ রান। সংযুক্ত আরব আমিরশাহীর উইকেটে তিনি টিম ইন্ডিয়ার জন্য তুরুপের তাস হতে পারতেন। কিন্তু, তাঁকে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি। যদিও সুন্দরকে ৫ স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে।

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট দল: 

শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, আকাশদীপ সিং।

ভারতীয় ক্রিকেট দল স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগ।

Indian Cricket Team Shubman Gill Suryakumar Yadav Asia Cup 2025