Mohammed Siraj: 'গুরু' বিরাটের পথে টিম ইন্ডিয়ার তারকা, নিয়ে নিলেন জীবনের বড় সিদ্ধান্ত

Mohammed Siraj opens restaurant: মহম্মদ সিরাজ তাঁর সিনিয়রদের পথ অনুসরণ করে এক নতুন দিশা বেছে নিয়েছেন। সিরাজ হায়দরাবাদে তাঁর প্রথম রেস্তোরাঁ ‘জোহারফা’ খুলেছেন। এখানে মোগলাই, পারসি, আরবি ও চাইনিজ খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে।

Mohammed Siraj opens restaurant: মহম্মদ সিরাজ তাঁর সিনিয়রদের পথ অনুসরণ করে এক নতুন দিশা বেছে নিয়েছেন। সিরাজ হায়দরাবাদে তাঁর প্রথম রেস্তোরাঁ ‘জোহারফা’ খুলেছেন। এখানে মোগলাই, পারসি, আরবি ও চাইনিজ খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Siraj Restaurant: সিরাজ হায়দরাবাদে তাঁর প্রথম রেস্তোরাঁ ‘জোহারফা’ খুলেছেন

Siraj Restaurant: সিরাজ হায়দরাবাদে তাঁর প্রথম রেস্তোরাঁ ‘জোহারফা’ খুলেছেন

Mohammed Siraj opens new restaurant Joharfa: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা বিভিন্ন রকম ব্যবসা থেকেও মোটা টাকা রোজগার করেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), বিরাট কোহলিরা (Virat Kohli) ক্রিকেটের পাশাপাশি ব্যবসা থেকেও কোটি কোটি টাকা কামাচ্ছেন। তাঁদের পথেই এবার টিম ইন্ডিয়ার আরও এক তারকা। ক্রিকেটের পাশাপাশি এবার তাঁকে দেখা যাবে নতুন ভূমিকায়। এই খবরে তাঁর ভক্তরা যারপরনাই খুশিতে লাফাচ্ছেন।

Advertisment

মহম্মদ সিরাজ (Mohammed Siraj) তাঁর সিনিয়রদের পথ অনুসরণ করে এক নতুন দিশা বেছে নিয়েছেন। সিরাজ হায়দরাবাদে তাঁর প্রথম রেস্তোরাঁ ‘Joharfa’ খুলেছেন। এখানে মোগলাই, পারসি, আরবি ও চাইনিজ খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। এই রেস্তোরাঁটি ২৪ জুন উদ্বোধন হয়েছে। এই মুহূর্তে সিরাজ ইংল্যান্ড সফরে রয়েছেন এবং তিনি ভারতীয় দলে জসপ্রীত বুমরাহর পরে সবচেয়ে সিনিয়র পেসার হিসেবে খেলছেন।

আরও পড়ুন ক্লাস ৯ ফেল এই ক্রিকেটারের হাতেই শিক্ষক নিয়োগের দায়িত্ব? উঠছে একাধিক প্রশ্ন

মহম্মদ সিরাজ তাঁর রেস্তোরাঁ হায়দরাবাদের অভিজাত বানজারা হিলস এলাকায় খুলেছেন। এই বিষয়ে সিরাজ বলেছেন, ‘জোহারফা আমার হৃদয়ের খুব কাছের। হায়দরাবাদ শহর আমাকে পরিচিতি দিয়েছে। এবার এই রেস্তোরাঁর মাধ্যমে আমি আমার শহরকে কিছু ফিরিয়ে দিতে চাই। এখানে মানুষকে ঘরের মতো খাবার পরিবেশন করা হবে।’ এর আগে শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি এবং জাহির খানও রেস্টুরেন্ট খুলেছিলেন।

Advertisment

মহম্মদ সিরাজ জানিয়েছেন, তাঁর রেস্তোরাঁ জোহারফায় অত্যন্ত অভিজ্ঞ শেফরা রয়েছেন। এখানে আসা অতিথিরা উচ্চমানের খাবার উপভোগ করতে পারবেন। এই রেস্তোরাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এখানে ঐতিহ্যবাহী হায়দরাবাদি খাবারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যাঁরা দেশ-বিদেশের সেরা খাবারের স্বাদ নিতে চান, তাঁদের এখানে অবশ্যই আসা উচিত।

আরও পড়ুন রাজার মতো এন্ট্রি হয়েছিল টিম ইন্ডিয়ায়, লাখ লাখ টাকা উড়িয়ে এখন ফকির এই তারকা ক্রিকেটার

৩১ বছর বয়সী সিরাজ ভারতের হয়ে ৩৭টি টেস্ট, ৪৪টি ওয়ানডে এবং ১৬টি T20 ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর ঝুলিতে ১০২টি উইকেট রয়েছে। ওয়ানডে ফরম্যাটে তিনি ৭১টি এবং T20 আন্তর্জাতিকে ১৪টি উইকেট নিয়েছেন।

Virat Kohli Mohammed Siraj