Rinku Singh: ক্লাস ৯ ফেল এই ক্রিকেটারের হাতেই শিক্ষক নিয়োগের দায়িত্ব? উঠছে একাধিক প্রশ্ন

Rinku Singh: কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম তারকা ক্রিকেটার হলেন রিঙ্কু সিং। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে রিঙ্কু সেভাবে জ্বলে উঠতে না পারলেও, তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।

Rinku Singh: কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম তারকা ক্রিকেটার হলেন রিঙ্কু সিং। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে রিঙ্কু সেভাবে জ্বলে উঠতে না পারলেও, তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh

কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং

Rinku Singh: আইপিএল ময়দানে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং যথেষ্ট পরিচিত একটা নাম। ২০২২ সালে আয়োজিত এশিয়ান গেমসে (Asian Games) তিনি সোনার পদকও জয় করেছিলেন। সম্প্রতি, উত্তরপ্রদেশ মৌলিক শিক্ষা আধিকারিকের (Basic Education Officer) চাকরি তাঁকে অফার করা হয়েছে। কিন্তু, এই খবর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যদিও রিঙ্কুর কপালে নামমাত্র প্রশংসাও জোটেনি। উল্টে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নবম শ্রেণীতে ফেল করা একজন ব্যক্তি কীভাবে শিক্ষা দফতরের এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন? 

Advertisment

উত্তরপ্রদেশ মৌলিক শিক্ষা দফতরের ডিরেক্টর ইতিমধ্যে রিঙ্কুর নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখান থেকেই জানা গিয়েছে, নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া আপাতত চলছে। ২০২২ আন্তর্জাতিক পদকজয়ী প্রত্যক্ষ নিয়োগ আইন অনুসারেই যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এই আইন অনুসারে বলা হয়েছে, যে অ্যাথলিটরা দেশের জন্য পদক জয় করতে পারবেন, তাঁদের সরাসরি গেজেটেড অফিসারের পদে নিয়োগ করা হবে।

যদিও এই বিজ্ঞপ্তিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। 

একজন লিখেছেন, 'আমাদের রাজ্য উত্তরপ্রদেশের কপাল কতটা খারাপ, একবার ভাবুন। রিঙ্কু সিং, যাঁর সঙ্গে শিক্ষার কোনও সম্পর্কই নেই, তাঁকে মৌলিক শিক্ষা আধিকারিকের চাকরি দেওয়া হচ্ছে। যদি রিঙ্কুকে সম্মান দিতেই হত, তাহলে ক্রীড়া জগতে কোনও একটা চাকরি দিতেই পারত।'

Advertisment

অপর একজন লিখেছেন, 'ক্লাস নাইনে ফেল করেছে রিঙ্কু। তারপর থেকে আর স্কুলে যায়নি। এমন একজন ব্যক্তিকে মৌলিক শিক্ষা আধিকারিকের চাকরি দিয়ে উত্তরপ্রদেশ সরকার কার্যত স্নাতকদের গালে চড় মারল। ওঁকে খেলাধুলো কিংবা যুব কল্যাণ দফতরের কোনও চাকরি দেওয়াই যেত। সেটা ওঁর প্রাপ্যও। আমার মতে, ক্রীড়াক্ষেত্রে ও আরও বেশি কাজ করতে পারত।'

Rinku Singh Marriage: বাজল বিয়ের সানাই, কবে সাতপাকে বাঁধা পড়ছেন রিঙ্কু সিং? ঠিক হয়ে গেল দিনক্ষণ

একজন মৌলিক শিক্ষা আধিকারিকের কাজ কী?

মৌলিক শিক্ষা আধিকারিক আসলে একজন সরকারি কর্মচারী। তাঁর কাজ হল, রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা-স্তরে মৌলিক শিক্ষার হয়ে প্রতিনিধিত্ব করা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন শিক্ষানীতি প্রয়োগ করা এবং স্কুলগুলো পরিদর্শন করা। এটা গ্রুপ বি (গেজেটেড) পদের চাকরি। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে এই চাকরি অর্জন করতে হয়। এই চাকরির যোগ্যতা হিসেবে ন্যুনতম স্নাতক ডিগ্রি দরকার।  

Rinku Singh Engagement: আংটি বদল করতে গিয়ে বিপত্তি! কেঁদে ফেললেন রিঙ্কু'র হবু স্ত্রী প্রিয়া সরোজ! সামনে এল প্রথম VIDEO

অভিযোগ উঠতে শুরু করেছে, রিঙ্কুর নাকি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। অনেকেই দাবি করেছেন, ক্লাস নাইনে নাকি তিনি ফেল করেছিলেন। এরপর আর পড়াশুনো করেননি। আর এটাই চাকরি বিতর্কে কার্যত ঘৃতাহুতি করছে।

Rinku Singh Love Story: কীভাবে লাগল প্রেমের রং? জেনে নিন প্রিয়া-রিঙ্কুর রোম্য়ান্টিক 'লাভস্টোরিয়া'

কত টাকা বেতন পাবেন রিঙ্কু?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই চাকরিতে নিযুক্ত হওয়ার পর রিঙ্কু সিং প্রতি মাসে ৫৬,০০০ টাকা করে বেতন পাবেন। এর পাশাপাশি থাকবে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজও সামলাতে হবে রিঙ্কুকে। এরমধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের পরিকাঠামো পরিদর্শন, শিক্ষক নিয়োগ এবং তৃণমূল স্তরে শিক্ষার মান উন্নয়ন।

Rinku Singh: লটারি লেগেছে রিংকু সিংয়ের, সপা সাংসদের সঙ্গে বিয়ের আগেই বিজেপি সরকারের চাকরি

যদিও রিঙ্কু এখনও চাকরির নিয়োগপত্র হাতে পাননি, তবে একটা ব্যাপার বেশ স্পষ্ট - এই ঘটনাকে কেন্দ্র করে নেটপাড়া কার্যত দু'ভাগে আপাতত বিভক্ত। কেউ কেউ মনে করছেন, ক্রীড়াক্ষেত্রে সাফল্যের কারণেই রিঙ্কুকে এই চাকরি সাম্মানিক হিসেবে দেওয়া হয়েছে। তবে অধিকাংশের মত, রাজ্যে শিক্ষার মান যে কোন তলানিতে এসে ঠেকেছে, তা এই একটা সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গিয়েছে।

Asian Games Rinku Singh