Indian Cricketer Ravindra Jadeja Joined BJP: ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই। ওয়ানডে ফরম্যাটে তিনি আর অটোমেটিক চয়েস নন। টেস্টেই একমাত্র নিয়মিত। সেই রবীন্দ্র জাদেজার কেরিয়ার এবার অন্য পথে বাঁক নিল। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন তিনি।
এখনও আনুষ্ঠানিকভাবে তিনি নিজে ঘোষণা না করলেও তাঁর স্ত্রী রিভাবা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য শেয়ার করেছেন। জানিয়েছেন, জাদেজা সম্প্রতি বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন। ইনস্টাগ্রামে রিভাবা ঝড় তুলে জানিয়েছেন, বিজেপির প্রাইমারি মেম্বার হয়েছেন তিনি।
জাদেজার সঙ্গে কেন্দ্রীয় শাসক দলের ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। স্ত্রী রিভাবা গুজরাটের জামনগর কেন্দ্রের বিধায়ক। এমনকি নির্বাচনের সময় স্ত্রীর প্রচারেও বহুবার অংশ নিতে দেখা গিয়েছে জাতীয় দলের তারকা অলরাউন্ডারকে। রোড শো করেছেন, রালিতে অংশ নিয়েছেন। টি২০ বিশ্বকাপের পর সস্ত্রীক জাদেজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন: ১০ রানেই অলআউট গোটা দল! আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার রেকর্ড ছাপিয়ে কেলেঙ্কারি এশিয়ার এই দেশের
আন্তর্জাতিক ক্রিকেটে রবীন্দ্র জাদেজা অন্যতম সেরাদের তালিকায় রয়েছেন। টি২০ ফরম্যাটে অবসরের আগে জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪ ম্যাচে ৫১৫ রান করেছেন ৫৪ উইকেট সহ। সেরা পারফরম্যান্স ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি।