New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/06/rinku-singh-hair-cut-2025-07-06-13-47-23.jpg)
Rinku Singh Hair Cut: হেয়াল স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে চুল কাটিয়েছেন রিংকু সিং
Rinku Singh New Haircut: সম্প্রতি নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সালোঁ-তে গিয়ে নতুন হেয়ার কাট করিয়েছেন। নতুন লুক দেওয়ার পর হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম সোশ্যাল মিডিয়ায় রিংকুর ছবি শেয়ার করেন।
Rinku Singh Hair Cut: হেয়াল স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে চুল কাটিয়েছেন রিংকু সিং
Rinku Singh New Hair Style: টিম ইন্ডিয়ার উদীয়মান ক্রিকেটার রিংকু সিং (Rinku Singh) আবার খবরের শিরোনামে। সম্প্রতি নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের (Aalim Hakim) সালোঁ-তে গিয়ে নতুন হেয়ার কাট করিয়েছেন। নতুন লুক দেওয়ার পর হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম সোশ্যাল মিডিয়ায় রিংকুর ছবি শেয়ার করেন।
এই ছবিতে ইতিমধ্যেই হাজার হাজার লাইক আর অসংখ্য কমেন্ট হয়েছে। কেউ মজার ছলে লিখেছেন, ‘১ লাখ ১৮ হাজার টাকার হেয়ার কাট করানো গরিবের ছেলে! তোমার জন্য গর্বিত।’
কেউ লিখেছেন, ‘দারুণ কাট! জব্বর দেখাচ্ছে।’
আরেকজন লিখেছেন, ‘রিংকু ভাই এখন স্টাইলেও সেঞ্চুরি মারছেন।’
একজন মজা করে লিখেছেন, ‘IPL-এ ছক্কা আর এবার লুকে ক্লিন সুইপ!’
আরও পড়ুন ক্লাস ৯ ফেল এই ক্রিকেটারের হাতেই শিক্ষক নিয়োগের দায়িত্ব? উঠছে একাধিক প্রশ্ন
আলিম হাকিম এর আগেও গত বছর রিংকুর চুল কেটেছিলেন। জানিয়ে রাখা ভাল, আলিম হাকিমকে দেশের শীর্ষ সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্টদের মধ্যে গণ্য করা হয়। তাঁর বাবা-ও একসময় বলিউড তারকাদের চুল কাটতেন। তবে আলিম যখন মাত্র ৯ বছরের, তখনই তাঁর বাবা মারা যান। সেই কঠিন সময়ে ১৬ বছর বয়সে আলিম হেয়ার ড্রেসিংকেই পেশা হিসেবে বেছে নেন।
আজকের দিনে আলিম হাকিমকে ভারতের সবচেয়ে দামি হেয়ার স্টাইলিস্ট বলা হয়। শোনা যায়, তাঁর ফি এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। এখন তিনি বলিউড সিনেমার জন্যও স্টাইলিং আর ডিজাইনিং করেন।
আরও পড়ুন লটারি লেগেছে রিংকু সিংয়ের, সপা সাংসদের সঙ্গে বিয়ের আগেই বিজেপি সরকারের চাকরি
এদিকে, সপা সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান করার পর উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিংকুকে সরকারি আধিকারিকে হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। রিংকুকে রাজ্যের মৌলিক শিক্ষা অধিকারী হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তবে এখানেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রিংকু নিজে নবম শ্রেণি ফেল। তাঁকে কীভাবে শিক্ষা অধিকারীর চাকরি দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বেকার শিক্ষিত যুবকরা।