/indian-express-bangla/media/media_files/2025/09/19/aiff-2025-09-19-16-57-14.jpg)
কল্যাণ চৌবেই থাকছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি
Indian Football: অবশেষে যাবতীয় জল্পনার অবসান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি পদে কল্যাণ চৌবে (Kalyan Choubey) আপাতত রাজত্ব করবেন। এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। পাশাপাশি এই নির্দেশের কারণে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থাও আপাতত বেশ স্বস্তিতে রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী রায় দেওয়া হয়, সেদিকেই তাকিয়ে ছিল ভারতীয় ফুটবল। এই নির্দেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এখনই নির্বাচনের কোনও দরকার নেই। পাশাপাশি আরও যোগ করা হয়েছে, আগামী ৪ সপ্তাহের মধ্যে একটি বৈঠক ডাকতে হবে। সেই বৈঠকেই ফেডারেশনকে নয়া সংবিধান কার্যকর করতে হবে। বিচারপতি এলপিএস নরসিংহ এবং এএস চাঁদুকরের বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
Bhaichung Bhutia: 'উনি কোনওদিন ভারতীয় দলে খেলেনি', AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে তুলোধনা বাইচুংয়ের
আশা করা হচ্ছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ ভারতীয় ফুটবলের অচলাবস্থা আপাতত কাটাতে পারে। এমনকী, ফিফার শাস্তির প্রকোপও আপাতত এড়াতে পারবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। প্রসঙ্গত, ফেডারেশনের এই বর্তমান কমিটিই আপাতত ২০২৬ সাল পর্যন্ত বহাল থাকবে।
এবার কাটতে চলেছে ISL জট?
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করার জন্য গভর্নিং বডি একনিষ্ঠভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ যে যথেষ্ট অন্ধকারের মুখে দাঁড়িয়ে রয়েছে, তা বলা যেতেই পারে। কারণ এখনও পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি।
কল্য়াণ চৌবে বললেন, 'আমরা একনিষ্ঠভাবে এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শীঘ্রই বেশ কয়েকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী ৩১ মে-র আগে এই লিগ সম্পূর্ণ করতেই হবে। ফলে আমরা যে সময়ের হিসেব করেছি, সেটা মেনেই লিগ শুরু হবে।'