/indian-express-bangla/media/media_files/2025/09/10/sisir-ghosh-on-indian-football-team-2025-09-10-12-52-19.jpg)
ভারতীয় ফুটবল দলের প্রশংসায় পঞ্চমুখ শিশির ঘোষ
Indian Football: গত সোমবার (৮ সেপ্টেম্বর) কাফা নেশনস কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে ভারতীয় ফুটবল দল। এই প্রথমবার পশ্চিম এশিয়ার ফুটবল দল হিসেবে নয়া নজির গড়ল ভারত। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোলে পরাস্ত করেছে ফিফা ব়্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে থাকা ওমানকে। এই প্রথমবার পশ্চিম এশিয়ার কোনও ফুটবল দল ফিফা ক্রমতালিকায় (FIFA Ranking) তুলনামূলকভাবে উপরে থাকা কোনও দলকে হারাতে পারল। এই রেকর্ড সত্যিই গর্বের। টিম ইন্ডিয়ার এই পারফরম্য়ান্স দেখার পর যারপরনাই উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন স্ট্রাইকার শিশির ঘোষ (Sisir Ghosh)। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন মনের কথা।
প্রশ্ন: কাফা নেশনস কাপে ভারতের পারফরম্য়ান্স কীভাবে দেখছেন?
শিশির ঘোষ: ভারতীয় ফুটবল দল খুব ভাল পারফরম্যান্স করেছে। এটা মুখের কথায় বলে বোঝানো যাবে না। আগামী ম্য়াচগুলোয় এভাবেই পারফরম্য়ান্স করতে হবে। একটা কথা স্বীকার করতেই হবে যে ভারতীয় ফুটবল দলে যথেষ্ট প্রতিভা রয়েছে। সেটাকে আরও খানিকটা ঘষেমেজে চকচকে করতে হবে।
প্রশ্ন: মানোলো মার্কোয়েজ এবং খালিদ জামিলের রণকৌশলে কোথায় পার্খক্য রয়েছে বলে আপনার মনে হয়?
শিশির ঘোষ: আমি তো বরাবরই দেশি কোচের পক্ষে সওয়াল করে এসেছি। এর সবথেকে বড় কারণ হল ভাষাগত সমস্যা। আমাদের ছেলেদের একটু বুঝিয়ে বলতে হয়। সেই কাজটা আমাদের ভাষায় অনেকটাই সুবিধা হয়। ভারতীয় ফুটবলাররা হয়ত ইংরেজি ভাষায় অতটাও সাবলীল নয়। আর এটাই খালিদ জামিলের সবথেকে বড় অ্যাডভান্টেজ হয়েছে। ও হিন্দি ভাষায় সমস্যাগুলো বোঝাতে পেরেছে। এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট।
India vs Oman: দেশি কোচেই বাজিমাত, ভারতের ব্রোঞ্জ জয়ে সূচনা খালিদ যুগের
প্রশ্ন: আরও একটা লড়াই চলছিল। তা হল, দেশি কোচ বনাম বিদেশি কোচের লড়াই। খালিদ জামিল কি সেই তত্ত্বও ধুয়ে-মুছে সাফ করে দিলেন?
শিশির ঘোষ: অবশ্যই করেছে। সেটা তো ম্য়াচের ফলাফলই বলে দিচ্ছে। লোকাল ফুটবল কোচ হলে আমাদের ছেলেদের সুবিধেই হয়।
প্রশ্ন: মার্কোয়েজ জমানায় গুরপ্রীত এবং বিশালের মধ্যে একটা ঠাণ্ডা লড়াই চলছিল। ওমান ম্যাচে পেনাল্টি ম্য়াচের সেই লড়াইটা কি থামল বলে আপনার মনে হয়?
শিশির ঘোষ: আমি মনে করি, লড়াই সবকিছুতে থাকাই ভাল। তবে প্রত্যেক দলের কোচ এবং সাপোর্ট স্টাফকে এই ব্যাপারটা দেখতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তার থেকেও বড় কথা, পারফরম্য়ান্সই বিচার করবে যে কোন ফুটবলারকে আগে খেলানো হবে, আর কাকে নয়। গুরপ্রীত (Gurpreet Singh Sandhu) আপাতত ভাল পারফরম্য়ান্স করছে। সেকারণেই ও খেলার সুযোগ পেয়েছে। পারফরম্য়ান্স উনিশ-বিশ হলে তখন কোচ রণকৌশল বদলাতে পারেন। তখন আবার অন্য কাউকে দলে নিয়ে আসতে পারেন। ঠিকই আছে। খারাপ নয়। আমাদের ছেলেরা তো ভালই খেলছে।
ভিডিওয় দেখুন ভারতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়:
Gurpreet Paaji won us the bronze medal in CAFA Nations Cup.#IndianFootball#CAFANationsCup2025pic.twitter.com/E36cxcXAOQ
— Hari (@Harii33) September 8, 2025
প্রশ্ন: ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে দাঁড়িয়ে থাকা একটা দল ৭৯ নম্বরে থাকা দলকে চোখে চোখ রেখে হারাল। এই আত্মবিশ্বাস আগামীদিনে কতটা কাজে আসবে বলে আপনি মনে করেন?
শিশির ঘোষ: এই জয়ের আত্মবিশ্বাসটা আগামীদিনে বিশাল কাজে আসবে। এই টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দল যে ব্রোঞ্জ পেয়েছে সেটা বড় কথা নয়। এই দলটা যে ভাল পারফরম্য়ান্স করেছে, সেটাই সবথেকে বড় ব্যাপার। একটা ভাল ফুটবল খেলে বিদেশের মাটিতে জয়লাভ করেছে। আমি মনে করি, এই আত্মবিশ্বাসটা আগামীদিনে অনেকটাই বাড়বে। আর এতে ভারতীয় ফুটবলেরই সবথেকে বেশি উন্নতি হবে। এই দলটা যথেষ্ট ভাল খেলেছে। আগামী ভবিষ্যতে আরও ভাল খেলবে। আমাদের জুনিয়র টিমটাও তো বেশ ভাল খেলছে। কপাল খারাপ যে পরের রাউন্ডে যেতে পারল না।
Khalid Jamil: খালিদই আসল 'মহাগুরু'? ১৭ বছর পর ইতিহাসের সাক্ষী ভারতীয় ফুটবল
প্রশ্ন: এরপর তো এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত খেলতে নামবে। ওমান ম্যাচ জয়ের পর ভারতীয় ফুটবল দলের পরবর্তী পরিকল্পনা কী হতে পারে?
শিশির ঘোষ: সিঙ্গাপুর এমন কোনও কঠিন প্রতিপক্ষ নয়। ওমানের তুলনায় অতটাও শক্তিশালী নয় সিঙ্গাপুর ফুটবল দল। আমাদের ছেলেদের মধ্যে এখন ভরপুর আত্মবিশ্বাস রয়েছে। দলের প্রত্যেকে যদি নিজেদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারে, তাহলেই ভারতীয় ফুটবল দল যথেষ্ট ভাল খেলবে। আমরাও যে জিততে পারি, এই আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। এটাই ভারতীয় ফুটবল দলের মূলমন্ত্র হওয়া উচিত। খালিদ জামিল ভারতীয় ফুটবলারদের সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করেছে। এবার জয়ের এই ধারাবাহিকতাই বজায় রাখতে হবে।