Khalid Jamil: খালিদই আসল 'মহাগুরু'? ১৭ বছর পর ইতিহাসের সাক্ষী ভারতীয় ফুটবল

Khalid Jamil: খালিদ জামিলের কোচিংয়ে ভারতীয় ফুটবলে এক নয়া ভোরের সূচনা হয়েছে। তাজিকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২-১ গোলে জয়লাভ করেছে। ভারতের হয়ে একচি করে গোল করেছেন আনোয়ার আলি এবং গুরপ্রীত সিং সান্ধু।

Khalid Jamil: খালিদ জামিলের কোচিংয়ে ভারতীয় ফুটবলে এক নয়া ভোরের সূচনা হয়েছে। তাজিকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২-১ গোলে জয়লাভ করেছে। ভারতের হয়ে একচি করে গোল করেছেন আনোয়ার আলি এবং গুরপ্রীত সিং সান্ধু।

author-image
IE Bangla Sports Desk
New Update
Khalid Jamil

খালিদ জামিলের কোচিংয়ে প্রথম ম্য়াচেই জয় পেল টিম ইন্ডিয়া

Indian Football Team: এই শিরোনাম নিয়ে যথেষ্ট মতান্তর থাকতেই পারে। কিন্তু, ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে খালিদ জামিল (Khalid Jamil) যোগ দেওয়ার পরই নীল বাঘেদের শরীরী ভাষা যে বদলে গিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সবথেকে বড় কথা, ১৭ বছর পর টিম ইন্ডিয়া এমন একটি রেকর্ড কায়েম করেছে, যা হয়ত কেউ কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কী সেই রেকর্ড? আসুন বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল

১৭ বছর পর জয় ভারতের

২০০৮ সাল থেকে তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের জয় অধরা ছিল। ওই বছর এএফসি চ্যালেঞ্জ কাপে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্য়াচে সুনীল ছেত্রী (Sunil Chhetri) হ্য়াটট্রিক করেছিলেন। এই ম্য়াচের আগে ভারত মোটের উপর তাজিক ফুটবল দলের বিরুদ্ধে ৬ ম্য়াচের মধ্যে তিনটেয় হেরে গিয়েছিল। আর জিতেছিল মাত্র একটায়। অবশেষে ১৭ বছর পর সেই ইতিহাসের আরও একবার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল।

Advertisment

Sanjay Sen on Khalid Jamil: 'এটা অবশ্যই ইতিবাচক দিক...', খালিদ প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় সেন

পাশাপাশি আরও একটি রেকর্ড কায়েম করেছে টিম ইন্ডিয়া। প্রায় ২ বছর পর ভারতীয় ফুটবল দল বিদেশের মাটিতে জয়লাভ করল। ২০২৩ সালের নভেম্বর মাসে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্য়াচে কুয়েতের বিরুদ্ধে শেষবার জয়লাভ করেছিল। এরপর ভারত এক অন্ধকার অধ্যায়ে ক্রমশ ডুবতে বসেছিল। সেই অধ্য়ায়ের নাম মানোলো মার্কোয়েজ (Manolo Marquez)। অনেক নাটকের পর অবশেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) মার্কোয়েজকে ছাড়তে রাজি হয়। কারণ, মার্কোয়েজ নিজেই জানিয়েছিলেন যে টিম ইন্ডিয়ার দায়িত্ব অনেক আগেই তিনি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু, এআইএফএফ তাঁর সেই প্রস্তাবে রাজি হয়নি। যাইহোক, এবার ভারতীয় ফুটবল কোচ খালিদ জামিলের হাত ধরে এক নয়া অধ্যায়ের সূচনা হল। তবে এই ভোরের আলো কতটা দিগন্ত প্রসারী হয়, সেদিকেই সমর্থকরা তাকিয়ে রয়েছেন।

Manolo Marquez Resignation: মানোলোর পদত্যাগ নিয়ে লুকোছাপা! নিজের দোষেই মুখ পোড়াল ফেডারেশন?

এই ম্য়াচে ভারতীয় ফুটবল দলের হয়ে একটি করে গোল করেন আনোয়ার আলি এবং সন্দেশ ঝিংগান। আর তাজিকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন শাহরোম সামিয়েভ। টিম ইন্ডিয়ার এই বর্তমান স্কোয়াড বাছাই করার ক্ষেত্রে খালিদ জামিল যে যথেষ্ট সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন, তা বলাই বাহুল্য। কারণ ভারতের কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রীকে তিনি এই স্কোয়াডে রাখেননি।

Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টও জাতীয় দলের জন্য কোনও ফুটবলার ছাড়তে চায়নি। তবে খালিদ হাতের কাছে যাদের পেয়েছেন, তাদের নিয়েই যুদ্ধ জয় করলেন। প্রমাণ করে দিলেন, 'হম কিসি সে কম নেহি...।' অন্যদিকে, গত বছর নভেম্বর মাসের পর ফের টিম ইন্ডিয়ায় কামব্য়াক করলেন গুরপ্রীত সিং সান্ধু। শুক্রবার (২৯ অগাস্ট) যদি ম্য়াচের দ্বিতীয়ার্ধে গুরপ্রীত পেনাল্টি শটটা না বাঁচাতেন, তাহলে ফলাফল ভিন্ন হতেই পারত। ফলে গুরপ্রীতের প্রত্যাবর্তনও খালিদের অন্যতম একটি বলিষ্ঠ সিদ্ধান্ত। সবমিলিয়ে জামিল সাহেব যে একেবারে ১০০-য় ১০০ পেয়েছেন, তা বলা যেতেই পারে।

Khalid Jamil Manolo Marquez AIFF indian football team Sunil Chhetri