Khalid Jamil Controversy: জাতীয় দলের কোচ হয়েও গুরুত্ব ক্লাব ফুটবলকে? খালিদের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড়

Khalid Jamil Durand Cup Focus: ভারতীয় ফুটবল দলের হেড কোচ হলেও খালিদ জামিল আপাতত ২০২৫ ডুরান্ড কাপেই নিজের ফোকাস ধরে রাখতে চান। সেকারণে জামশেদপুর এফসি-র অনুশীলনে আপাতত মজে রয়েছেন তিনি।

Khalid Jamil Durand Cup Focus: ভারতীয় ফুটবল দলের হেড কোচ হলেও খালিদ জামিল আপাতত ২০২৫ ডুরান্ড কাপেই নিজের ফোকাস ধরে রাখতে চান। সেকারণে জামশেদপুর এফসি-র অনুশীলনে আপাতত মজে রয়েছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Khalid Jamil Indian Football Coach

ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল

Khalid Jamil: জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে গত শুক্রবার (১ অগাস্ট) সেই জল্পনা সত্যি হল। ভারতীয় পুরুষ ফুটবল দলের (Indian Football) হেড কোচের পদে খালিদ জামিলের নাম ঘোষণা করা হল। এটা যে ভারতীয় ফুটবলে এক যুগান্তকারী পদক্ষেপ, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ ২০১২ সালের পর এই প্রথমবার টিম ইন্ডিয়ার জন্য কোনও ভারতীয় কোচ নিয়োগ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মানোলো মার্কোয়েজের কোচিংয়ে ভারতীয় ফুটবলের যে সম্মান ধুলোয় গড়াগড়ি খেয়েছে, খালিদ সেটা পুনরুদ্ধার করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার। 

Advertisment

নিজের যোগ্যতা অনেক আগেই প্রমাণ করেছেন খালিদ

ভারতীয় ফুটবল কোচের ভিড়ে খালিদ জামিল অবশ্যই এক উজ্জ্বল নক্ষত্র। আই-লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগে তিনি কোচ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ২০১৭ সালে তাঁর কোচিংয়েই আইজল এফসি ঐতিহাসিক আই-লিগ খেতাব জয় করেছিল। পাশাপাশি আইএসএল টুর্নামেন্টেও তাঁর মেয়াদ ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। ২০২০-২১ সালে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-কে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে নিয়ে যান। এছাড়া ২০২৪-২৫ মরশুমে তাঁর কোচিংয়েই জামশেদপুর এফসি আইএসএল সেমিফাইনালে ওঠার পাশাপাশি কলিঙ্গ সুপার কাপ খেলার সুযোগ অর্জন করেছিল।

Advertisment

Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের

তবে খালিদের সামনে আগামী লক্ষ্যটা আরও বেশি কঠিন। কারণ যত দিন এগোচ্ছে, ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান আরও নীচে নামতে শুরু করেছে। এই কঠিন পরিস্থিতিতে একমাত্র জয় ছাড়া টিম ইন্ডিয়ার সামনে আর কোনও রাস্তা খোলা নেই। কিন্তু, খালিদ আপাতত ভারতীয় ফুটবল দলকে নিয়ে মাথাই ঘামাচ্ছেন না। তাঁর সামনে পরবর্তী টার্গেট হল ডুরান্ড কাপ। আর সেকারণেই তিনি আপাতত জামশেদপুর এফসি-র প্র্যাকটিস নিয়ে চিন্তাভাবনা করছেন। অনুশীলন চলাকালীন অনেকেই খালিদকে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। কিন্তু, সেখানেই ঘটল বিপত্তি! খালিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'আমি এবং আমার দল আপাতত ২০২৫ ডুরান্ড কাপের উপরেই ফোকাস করছি। ভারতীয় ফুটবল দল নিয়ে যখন কথা বলার সময় আসবে, তখন নিশ্চয়ই আমি কথা বলব।'

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

খালিদের এই মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, ভারতীয় ফুটবল দলের কোচ হয়েও কীভাবে একটা নির্দিষ্ট ক্লাবকে তিনি গুরুত্ব দিচ্ছেন? যদিও এই ব্যাপারে টিম ইন্ডিয়ার নয়া হেড স্যারের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

কঠিন সমস্যায় ভুগছে টিম ইন্ডিয়া

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ফুটবল দলের সামনে আপাতত সবথেকে বড় চ্যালেঞ্জ হল গোলের দরজা খোলা। নীল বাঘেদের দল শেষ তিনটে ম্য়াচে কোনও গোল করতে পারেনি। ২০২৭ এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। এরপর হংকংয়ের বিরুদ্ধে তারা ১-০ গোলে হেরে যায়। আর এই দুটো ম্য়াচের মাঝখানে থাইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচ খেলতে নেমেছিল ভারত। সেখানেও ২-০ ব্যবধানে পরাস্ত হয়।

Indian Football Coach: বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারও ফেল! ভারতের কোচ হচ্ছেন এক আই লিগ চ্যাম্পিয়ন?

গত মার্চ মাসে মালদ্বীপের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল শেষবার গোলের মুখ দেখেছিল। ওই প্রীতি ম্য়াচে টিম ইন্ডিয়া ৩-০ গোলে জয়লাভ করে। পাশাপাশি চলতি বছর ভারত এখনও পর্যন্ত ওই একটা ম্য়াচেই জয়লাভ করেছে। মানোলোর কোচিংয়ে ভারত ৮ ম্য়াচে মাত্র পাঁচটি গোল করতে সক্ষম হয়েছিল। খালিদ জমানায় ছবিটা এবার বদলায় কি না, সেটাই এখন দেখার।

Indian Football Khalid Jamil