গোলাপি বলের ম্যাচের আগের দিন বৃহস্পতিবারেই সন্ধেবেলায় কলকাতাতে নির্বাচকরা দল নির্বাচনে বসেছিলেন। সেখানে তারুণ্য়ের থেকে অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ভারতের স্কোয়াড নির্বাচন থেকেই স্পষ্ট পুরো শক্তির ভারতীয় দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আগামী বছরেই টি২০ বিশ্বকাপ। তাই সেট দল নিয়েই খেলাতে চাইছেন নির্বাচকরা।
ধাওয়ান-পন্থে আস্থা: দিল্লির দুই তারকা ধাওয়ান ও পন্থ সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মে রয়েছেন। তা সত্ত্বেও দু-জনের উপরে আস্থা রাখা হয়েছে। জাতীয় দল তো বটেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ব্যাটে হাতে রান পাননি ধাওয়ান। তবে অভিজ্ঞতার জন্যই ধরে রাখা হল ধাওয়ানকে। ভাবা হয়েছিল, ফর্মে থাকা মায়াঙ্ক আগারওয়ালকে সীমিতওভারের ক্রিকেটে নেওয়া হতে পারে ধাওয়ানের জায়গায়। কিন্তু, তা হয়নি।
সুন্দর-চাহার-পাণ্ডে-আইয়ার খেলবেন: বিশ্বকাপের পর থেকে ভাঙা গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন নির্বাচকরা। চারজন ক্রিকেটার ইতিমধ্যেই নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার ও মণীশ পাণ্ডে নিজেদের জায়গা পাকা করেছেন। বোলিংয়ে দীপক চাহার ও ওয়াশিংটন সুন্দর নির্বাচকদের কাছে নিজেদের প্রমাণ করেছেন।
আরও পড়ুন বাদ পড়ে প্রতিক্রিয়া সঞ্জুর, নেটিজেনরাও ক্ষুব্ধ ‘অন্যায়’ নির্বাচনে
পাণ্ডে, শ্রেয়স আইয়ার এবং চাহার তিনজনেই দুই ধরনের সীমিত ওভারের ফর্ম্যাটেই অটোমেটিক চয়েস। টি২০-র ক্ষেত্রে দীপক চাহার দুজনেই কৃপণ বোলিং এবং লোয়ার অর্ডারে ব্যাটিং করতে সক্ষম।
বাদ গেলেন যারা: বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে যাঁরা অংশ নিয়েছিলেন, সেই স্কোয়াড থেকে ছয় ক্রিকেটার বাদ গেলেন। ক্রুনাল পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন, রাহুল চাহার, খলিল আহমেদ এবং নভদীপ সাইনি এবং শার্দুল ঠাকুর। ক্রুনাল পাণ্ডিয়ার বাদ পড়াতে স্পষ্ট অলরাউন্ডারের কোটায় ওয়াশিংটন সুন্দর আপাতত তাঁর থেকে এগিয়ে। পাশাপাশি টি২০তে রবীন্দ্র জাদেজাকে আবার ডেকে নেওয়া হয়েছে। কুলদীপ যাদব আসায় বাদ পড়লেন রাহুল চাহার।
ALERT????: #TeamIndia for the upcoming @Paytm series against West Indies announced. #INDvWI pic.twitter.com/7RJLc4MDB1
— BCCI (@BCCI) November 21, 2019
অভিজ্ঞতাতেই বাজি: ২০১৭-র জুলাইয়ে শেষবার টি২০ খেলা মহম্মদ শামিকে ডেকে নেওয়া হয়েছে সংক্ষিপ্ত ওভারের ফর্ম্যাটে। এর অর্থ টি২০ বিশ্বকাপে শামিকে দেখা যেতেই পারে। সেই ইঙ্গিতই দিলেন নির্বাচকরা। পেস বিভাগে ফিট হয়ে ফেরা ভুবনেশ্বর কুমারকেও ডাকা হয়েছে। টি২০ ও ওয়ান ডে- দুই ফর্ম্যাটেই দীপক চাহার, শামি ও ভুবনেশ্বর কুমারের পেস আক্রমণ দেখা যাবে।
আরও পড়ুন শহরে ভারতের দল নির্বাচনে নজরে রোহিত-ধাওয়ান
তবে ওয়ানডে-তে কেদার যাদবের আন্তর্ভূক্তি ব্যাখাতীত। বছর ৩৪-এর কেদার যাদব মোটেই ফর্মে নেই। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে ৩০-র কোটা পেরিয়েছেন মাত্র দু-বার। দীনেশ কার্তিক ফর্মে ছিলেন। অনেক প্রতিশ্রুতিমান তারকারাও ব্যাট হাতে ঝলসে উঠেছেন সাম্প্রতিককালে। এদের বাদ দিয়ে কেদারের অন্তর্ভূক্তি অবাক করেছে সবাইকে।
ওয়ান ডে-তে শিবম দুবে: টি২০তে অভিষেক ঘটিয়ে ফেলেছেন বাংলাদেশের বিরুদ্ধেই। এবার ওয়ান ডে-তেও অভিষেক ঘটাতে পারেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। সীমিত ওভারের দুই ধরণের ফর্ম্যাটেই রাখা হয়েছে দুবেকে। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে তাঁকেই বিকল্প ভাবা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০তে খেলেছিলেন তিনি।
টি২০ স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি
ওয়ান ডে স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি
Read the full article in ENGLISH