সদ্যই জাতীয় কোচের পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে বসেই পেয়েছেন সুখবর। ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত এমনিতেই বর্ধিত মেয়াদে ছিলেন। তারপরেই দু-বছরের টার্মে সরকারিভাবে পুনরায় দায়িত্বে আসবেন। তবে ক্যারিবিয়ান মুলুক থেকেই সুখবর শুনিয়ে দিচ্ছেন শাস্ত্রী। তিনি জানাচ্ছেন, দলের চার নম্বর পজিশনে কাকে দেখা যেতে পারে।
শাস্ত্রী টাইমস অফ ইন্ডিয়া-র সঙ্গে সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, "শ্রেয়স আইয়ার চার নম্বর পজিশনে ব্যাটিং করতে পারে। তবে দলে উঠতি ক্রিকেটার রয়েছে। প্রত্যেককেই দেখে নেওয়া হবে।" শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেট তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটেও তুখোড় ফর্মে রয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ছিলেন। ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তারপরেই ভারতীয়-এ দলের হয়ে খেলতে নেমে শ্রেয়স আইয়ার দারুণ ফর্মে ছিলেন। একের পর এক ম্যাচে ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স মেলে ধরেছেন জাতীয়-এ দলের হয়ে। এরপরে সিনিয়র দলের হয়ে ওয়ান ডে সিরিজে কোহলির পরে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে যথাক্রমে ৭১ ও ৬৫।
আরও পড়ুন বিশ্বকাপের ফলাফলই সবথেকে হতাশাজনক, জানিয়ে দিলেন রবি শাস্ত্রী
জাতীয় দলের কোচ হওয়া সম্মানের, কোচ হওয়ার পরে প্রথমবার মুখ খুললেন শাস্ত্রী
বিশ্বকাপের বহু আগে থেকেই চার নম্বর পজিশন নিয়ে জটিলতা দেখা গিয়েছিল। অম্বাতি রায়াড়ুকে বাদ দিয়ে বিশ্বকাপের টিকিট দেওয়া হয়েছিল বিজয়শঙ্করকে। পরে চোটের কারণে প্ল্যান পরিবর্তন করে রাতারাতি ঋষভ পন্থকে উড়িয়ে চার নম্বরে খেলানো হয়। ঘটনাচক্রে কোনও পরিকল্পনাই ক্লিক করেনি। বিশ্বকাপে পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের এই মিসিং পাজল সমাধান করার প্ল্যানিং নিয়েই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া।
তারপরেই শ্রেয়স আইয়ার চার নম্বরে নেমে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেন। শাস্ত্রী অবশ্য শ্রেয়সকে পাকাপাকি চার নম্বরের সমাধান হিসেবে ব্যবহার করার আগে আরও কয়েকজনকে দেখে নিতে চাইছেন। তিনি বলছেন, "দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার আগে নিজেদের রিজার্ভ বেঞ্চ আমরা যাচাই করে নিতে চাইছি। তরুণ ক্রিকেটারদের উঠে আসার রাস্তা পরিষ্কার রাখতে হবে। এটা ঋষভ, জসপ্রীত বুমরা, কুলদীপ, হার্দিক, মায়াঙ্ক আগারওয়াল, বিজয়শঙ্কররা রয়েছে। প্রতি ম্যাচেই নিজেদের উপস্থিতি বুঝিয়ে চলেছে ওরা।"
Read the full article in ENGLISH