Vinesh Phogat Baby Boy: বিয়ের ৭ বছর পর মা হলেন ভিনেশ ফোগাট, ছেলে না মেয়ে হল ভারতের 'শেরনি'র?

Vinesh Phogat Pregnancy: ভিনেশ ফোগাট দিল্লির অ্যাপোলো হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। বর্তমানে পরিবারের ঘনিষ্ঠরা হাসপাতালে উপস্থিত থেকে নতুন অতিথির আগমনের আনন্দ উদযাপন করছেন।

Vinesh Phogat Pregnancy: ভিনেশ ফোগাট দিল্লির অ্যাপোলো হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। বর্তমানে পরিবারের ঘনিষ্ঠরা হাসপাতালে উপস্থিত থেকে নতুন অতিথির আগমনের আনন্দ উদযাপন করছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vinesh Phogat Baby Boy: মাস পয়লায় খুশির খবর দিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট

Vinesh Phogat Baby Boy: মাস পয়লায় খুশির খবর দিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট

Vinesh Phogat Becomes Mother: মাস পয়লায় খুশির খবর দিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। হরিয়ানার কংগ্রেস বিধায়ক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সকালে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। এই খুশির খবর ছড়িয়ে পড়তেই গোটা ফোগাট পরিবারে উৎসবের মেজাজ। ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।

Advertisment

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভিনেশ ফোগাট দিল্লির অ্যাপোলো হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। বর্তমানে পরিবারের ঘনিষ্ঠরা হাসপাতালে উপস্থিত থেকে নতুন অতিথির আগমনের আনন্দ উদযাপন করছেন।

মার্চ মাসে জানিয়েছিলেন গর্ভাবস্থার খবর 

প্রসঙ্গত, এই বছরের মার্চ মাসে ভিনেশ সোশ্যাল মিডিয়ায় তাঁর গর্ভাবস্থার খবর শেয়ার করেছিলেন। তিনি স্বামী সোমবীর রাঠির সঙ্গে ছবি পোস্ট করে এই সুখবর দেন। সেই সময় থেকেই তাঁর ভক্তরা এই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ভিনেশ ফোগাট মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশ থেকে বহু ক্রীড়াবিদ ও ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।

Advertisment

আরও পড়ুন শুভমানদের হারের বদলা নিল ভারতের বাঘিনীরা, ইংল্যান্ডে ফের উড়ল তিরঙ্গা

২০১৮ সালে হয়েছিল বিয়ে 

ভিনেশ ফোগাট এবং তাঁর স্বামী সোমবীর রাঠী দুজনেই খ্যাতনামা কুস্তিগির। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়েছিল। হিন্দু রীতি অনুযায়ী এই বিয়েতে তাঁরা সাত নয়, বরং আটটি পাক নিয়েছিলেন। তাদের বিয়ের অষ্টম পাক ছিল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি খেলাও’-এর শপথ নিয়ে। সেই থেকেই তাঁরা শুধু ক্রীড়াজগতেই নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়ানোর জন্যও শিরোনামে উঠে আসেন।

আরও পড়ুন লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির

গত বছর ভিনেশ রাজনীতিতে পা রাখেন এবং হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচন লড়েন। সেই নির্বাচনে তিনি জয়ী হন এবং এখন রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন।

Vinesh Phogat