/indian-express-bangla/media/media_files/2025/04/17/IwPsnG023IiXMR5W3cFa.jpg)
IBSF World Billiards Champion Sourav Kothari: ভারতের বিশ্বসেরা পঙ্কজ আডবানিকে হারিয়ে খেতাব জয় সৌরভের
Sourav Kothari becomes Billiards World Champion: আবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় বিলিয়ার্ডস খেলোয়াড় সৌরভ কোঠারি। কলকাতার ছেলে সৌরভ ফাইনালে হারালেন তাঁর সতীর্থ ভারতেরই পঙ্কজ আডবানিকে। ২০১৮ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়ন খেতাব জয় করলেন সৌরভ। আয়ারল্যান্ডে বিশ্ব বিলিয়ার্ডসের আসরে এই অনন্য নজির গড়েছেন তিনি।
বাবাও বিশ্বচ্যাম্পিয়ন
বিলিয়ার্ডসের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক। সৌরভের বাবাও ১৯৯০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। বিশ্বকাপের ফাইনালে সৌরভের স্কোর ছিল ৭২৫ পয়েন্ট। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী পঙ্কজ করেন ৪৮০ পয়েন্ট। গোটা ম্যাচেই অসম্ভব মাথা ঠান্ডা রেখে কঠিন প্রতিপক্ষ পঙ্কজকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন সৌরভ।
টাইমড ফরম্যাটে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন
টাইমড ফরম্যাটে প্রথমবার IBSF বিশ্বচ্যাম্পিয়ন হলেন সৌরভ। ঠিক ৩৫ বছর আগে বাবা জিতেছিলেন বিশ্ব খেতাব। ম্যাচের প্রথম ৩০ মিনিটে সৌরভ যে লিড নেন তা ধরাছোঁয়ার বাইরে চলে যায় পঙ্কজের জন্য। কিন্তু শেষ আধ ঘণ্টায় যথেষ্ট লড়াই দিয়েছিলেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ। ৫০ পয়েন্টেরও কমে ব্যবধান নিয়ে আসে এক সময়ে। তবে সেখান থেকে খেলা ঘোরান সৌরভ। আর তাঁকে ধরতে পারেননি পঙ্কজ।
আরও পড়ুন ইংল্যান্ড সফরের আগেই অ্যাকশন মোডে BCCI, চাকরি গেল টিম ইন্ডিয়ার কোচের
সেমিফাইনালে হারান আরেক বিশ্বসেরাকে
সেমিফাইনালে সৌরভ হারান ইংল্যান্ডের ডেভিড কসিয়েরকে। ব্রিটিশ এই বিলিয়ার্ডস খেলোয়াড় শুধু একাধিক বারের বিশ্ব চ্যাম্পিয়নই নন, বিশ্ব বিলিয়ার্ডস সার্কিটে যথেষ্ট শক্তিশালী এবং ভয়ঙ্কর একজন। তাঁকেও ৮৬৪-৫৪৭ পয়েন্টের বিরাট ব্যবধানে ধরাশায়ী করেন সৌরভ।
আরও পড়ুন কেন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন শ্যাম থাপা? জেনে নিন আসল সত্যিটা
২০১৮ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন
২০১৮ সালে সৌরভ সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্টকে ১১৩৪-৯৪৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন সৌরভ। আর জিতে নেন WBL বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ। সেবারও সেমিফাইনালে ইংল্যান্ডের ডেভিড কসিয়েরকে হারিয়েছিলেন সৌরভ। ডেভিড ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us