Mohun Bagan vs East Bengal: কেন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন শ্যাম থাপা? জেনে নিন আসল সত্যিটা

Shyam Thapa Footballer: ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে শ্যাম থাপার আলাদা করে কোনও পরিচয় দেওয়ার দরকার নেই। একটা সময় তাঁকে 'কিং অফ বাইসাইকেল কিক' বলা হত। ইস্ট-মোহনে দাপিয়ে ফুটবল খেলেছিলেন তিনি।

Shyam Thapa Footballer: ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে শ্যাম থাপার আলাদা করে কোনও পরিচয় দেওয়ার দরকার নেই। একটা সময় তাঁকে 'কিং অফ বাইসাইকেল কিক' বলা হত। ইস্ট-মোহনে দাপিয়ে ফুটবল খেলেছিলেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Shyam Thapa (1)

ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন শ্যাম থাপা

Shyam Thapa: শ্যাম থাপা। ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে এই নামটার আলাদা করে কোনও পরিচয় দেওয়ার দরকার নেই। একটা সময় তাঁকে 'কিং অফ বাইসাইকেল কিক' বলা হত। কিন্তু, আপনারা কি জানেন যে ইস্টবেঙ্গল (East Bengal) ছেড়ে মোহনবাগান (Mohun Bagan) ফুটবল ক্লাবে কেন যোগ দিয়েছিলেন ভারতের এই কিংবদন্তী ফুটবলার? আসুন, আজ এই বিষয়েই আড্ডা দেওয়া যাক।

Advertisment

সময়টা ছিল সাতের দশক। লাল-হলুদ জার্সিতে কলকাতা ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন শ্যাম থাপা। এমনকী, ১৯৭৫ সালে আয়োজিত যে কলকাতা ডার্বি ম্য়াচে ইস্টবেঙ্গল ৫-০ গোলে মোহনবাগানকে হারিয়েছিল, সেই ম্য়াচে মেরিনার্সদের বিরুদ্ধে জোড়া গোলও করেছিলেন শ্যাম থাপা। কিন্তু, মাত্র ২ বছরের মধ্যেই বদলে গেল গোটা প্রেক্ষাপট! ১৯৭৭ সালে কী এমন ঘটনা ঘটল যে শ্যাম থাপা ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিলেন?

Cleiton Silva East Bengal: কোচের সঙ্গে ঝামেলা করে বিতর্কে, শেষমেশ তারকা ফুটবলারকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল

সেইসময় মোহনবাগান ফুটবল ক্লাবের সাধারণ সচিব ছিলেন ধীরেন দে। তিনি শ্যাম থাপাকে বারংবার সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দেওয়ার জন্য জোর করছিলেন। কিন্তু, কোনও প্রস্তাবেই ইস্টবেঙ্গল ছাড়তে চাইছিলেন না শ্যাম থাপা।

Advertisment

Mohun Bagan wins RFDL: ইয়ুথ লিগেও ভারতসেরা মোহনবাগান, তামাংয়ের হ্যাটট্রিকে আরও এক ট্রফি মেরিনার্সদের

এই বিশেষ কারণেই হয়েছিল মত বদল

এমন সময় একটি বিশেষ ঘটনা শ্যামের মত বদলাতে বাধ্য করেছিল। ওই বছরই অর্থাৎ ১৯৭৭ সালে নিউইয়র্কের কসমস দলকে নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে (Pele)। ব্রাজিলের এই কিংবদন্তী ফুটবলার বরাবরই শ্যাম থাপার আদর্শ ছিলেন। আর ধীরেন দে কথা দিয়েছিলেন, শ্যাম থাপা যদি মোহনবাগান ক্লাবে যোগ দেন, তাহলে পেলের বিরুদ্ধে প্রথম একাদশে খেলতে পারবেন।

Mohun Bagan Super Giants: নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে বানান ভুল, হাসির খোরাক মোহনবাগান সুপার জায়ান্ট

ব্যাস, এই একটা প্রতিশ্রুতিতেই বদলে গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ফুটবল ইতিহাস। ধীরেন দে-র প্রস্তাব গ্রহণ করে মোহনবাগানে যোগ দিলেন শ্যাম থাপা। উল্লেখ্য, এই ম্য়াচটি ২-২ গোলে ড্র হয়েছিল। মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেছিলেন শ্যাম থাপাই।

Mohun Bagan Super Giant: সুপার কাপে কেমন দল হবে মোহনবাগানের? জেনে নিন বিস্তারিত

'মোহনবাগান রত্ন' শ্যাম থাপা

যাইহোক, মোহনবাগানে যোগ দেওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি শ্যাম থাপাকে। ১৯৭৮ সালে প্রাক্তন ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই তিনি সেই বিখ্যাত বাইসাইকেল কিকের দৌলতে গোল করেছিলেন। ২০২২ সালে সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে তাঁকে 'মোহনবাগান রত্ন'  উপাধি দেওয়া হয়। এই সম্মান গ্রহণ করার পর শ্যাম থাপা জানিয়েছিলেন, 'মোহনবাগান সমর্থক এবং কর্মকর্তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই ক্লাবের হয়ে আমি ৭ বছর কাটিয়েছি। দেশে এবং দেশের বাইরে একাধিক ট্রফি জিতেছি। পেয়েছি অকুণ্ঠ সম্মান এবং ভালবাসা।'

pele East Bengal Mohun Bagan Shyam Thapa