Advertisment

আইপিএল ২০১৮: কেন কোহলির উইকেট পেয়েও সেলিব্রেট করলেন না জাদেজা

কোহলির মতো মহামূল্যবান ব্যাটসম্যানকে ফিরিয়েও সেলিব্রেট করেননি মহেন্দ্র সিং ধোনির স্যার। এই ঘটনা দেখে অনেকেই চমকে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2018: Ravindra Jadeja Reveals The Reason Why He Didn't Celebrate Virat Kohli's Wicket — Watch

আইপিএল ২০১৮: জেনে নিন কেন কোহলির উইকেট পেয়েও সেলিব্রেট করলেন না জাদেজা

দুরন্ত বোলিং পারফরম্যান্সে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। শনিবার রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জ্বলে উঠেছেন চেন্নাই সুপার কিংসের স্টার। চার ওভার হাত ঘুরিয়ে তিন উইকেট পাওয়া জাডডুই ম্যাচের রঙ বদলে দিয়েছেন। এদিন বিরাট কোহলির মিডল স্টাম্প ছিটকে দেন জাদেজা। অথচ এত বড় উইকেট পাওয়ার পরেও মাঠে একটুও সেলিব্রেট করেননি মহেন্দ্র সিং ধোনির স্যার।প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে কানাকানি শুরু হয়ে যায়। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকে বলাবলি শুরু করে দেন যে, জাতীয় দলে নিজের আসন সুরক্ষিত রাখতেই এহেন আচরণ জাদেজার।

Advertisment

এত বড় উইকেট পাওয়ার পরেও কেন জাদেজা  আনন্দ প্রকাশ করলেন না,  তা কারণ তিনি নিজেই খোলসা করলেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। রোহন গাভাস্করকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমার প্রথম বলেই কোহলির উইকেট আসে। তখনই সেলিব্রেশনের জন্য প্রস্তুত ছিলাম না। আমি তখন ম্যাচে এই ধারাবাহিকতাটা ধরে রাখার কথা ভাবছিলাম।” বাস্তবিকই এদিন ধারাবাহিকতা ধরে রেখেছিলেন জাদেজা। কোহলি ছাড়াও মনদীপ সিং ও পার্থিব প্যাটেলের উইকেট নিয়েছেন তিনি। ১৮ রান খরচ করে তিন উইকেট নিয়ে এদিন ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও তাঁর ঝুলিতেই গিয়েছে। কদিন আগে কলকাতা ম্যাচে জোড়া ক্যাচ ফসকে তুমুল সমালোচিত হয়েছিলেন তিনি। দলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্নও তোলেন ফ্যানেরা। বিরাটদের বিরুদ্ধে এসবেরই উত্তর দিলেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: জোড়া ক্যাচ ফসকে সিএসকে সমর্থকদের তোপের মুখে জাদেজা

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১২৭ রান তোলেন কোহলিরা। আর এই রান তুলে সিএসকে-র বিরুদ্ধে জেতাটা যে কষ্টসাধ্য হতে চলেছে তা আর বলে দেওয়ার দরকার ছিল না। আরসিবি-র ওপেনার পার্থিব প্যাটেল ৪১ বলে  ৫৩ রান আর টিম সাউদির ২৬ বলে ৩৬ ছাড়া বলার মতো স্কোর আর কেউই করেননি। দলের তিন তারকা ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাকালাম (৫), বিরাট কোহলি (৮) ও এবি ডিভিলিয়ার্স (১১) এদিন চূড়ান্ত ব্যর্থ হন। বেঙ্গালুরুর রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের চার উইকেট হারিয়ে ম্যাচটা বার করে নেয়। মিডল অর্ডারে আম্বাতি রায়ডু এদিনও ভাল খেললেন। ২৫ বলে ৩২ করলেন তিনি।  ২৩ বলে অপরাজিত ৩১ রান করেন ধোনি। এছাড়াও ১৭ বলে ১৪ রানে নট-আউট থাকেন ডোয়েন ব্র্যাভো। দু ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সিএসকে।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: চেন্নাই-কলকাতা ম্যাচের আগে ফ্যানেদের উন্মাদনার ছবি

Ravindra Jadeja Chennai Super Kings Virat Kohli Royal Challengers Bangalore
Advertisment