Advertisment

জলে গেল কোহলির ফিফটি! ধোনি-রায়নার ফিনিশিংয়ে দুরন্ত জয় সিএসকের

প্রথম ম্যাচে কেকেআরের কাছে হেরে ব্যাপক চাপে ছিল আরসিবি। এমন আবহেই চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বিরাটের আরসিবি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আরসিবি: ১৫৬/৬
সিএসকে: ১৫৭/৪

Advertisment

পারল না আরসিবি। ধোনির দলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে জয় ছিনিয়ে নিতে চেয়েছিলেন চাপে থাকা কোহলি। তবে দিনের শেষে হতাশই হতে হল তাঁকে। আরসিবির ১৫৬ রানের জবাবে সিএসকে ১১ বল বাকি থাকতে হাতে ছয় উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছে গেল।

প্রথমে ব্যাট করতে নেমে কোহলি এদিন পুরোনো ছন্দে ধরা দিয়েছিলেন। দেবদূত পাডিক্কলের সঙ্গে ওপেনিং জুটিতেই সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন। দুজনেই মারমুখী মেজাজে ওভার পিছু সাড়ে আটের বেশি রান তুলছিলেন। ১১ ওভারেই স্কোরবোর্ডে সেঞ্চুরি তুলে ফেলেন পাডিক্কল-কোহলি।

আরও পড়ুন: কার্তিকের জন্য অতিরিক্ত খরচ হল শাহরুখের KKR-এর! কৃতজ্ঞতায় নুইয়ে পড়লেন তারকা

তবে ৪১ বলে ৫৩ করে কোহলি ফেরার পরেই সমস্যায় পড়ে আরসিবি। ব্র্যাভো কোহলিকে ফেরানোর পরেই রান তোলার গতিতে হঠাৎ যেন ব্রেক! এরপরে পাডিক্কল একপ্রান্ত ধরে রেখে ৫০ বলে ৭০ হাঁকিয়ে গেলেও বাকিরা সেভাবে সহায়তা করতে পারেনি।

এবি ডিভিলিয়ার্স (১২), গ্লেন ম্যাক্সওয়েল (১১), টিম ডেভিড (১), হর্ষল প্যাটেল (৩) পরপর আউট হয়ে যান। যেখানে ভাবা হয়েছিল আরসিবি ২০০ কাছে তুলে ফেলবে, সেখানে মাত্র ১৫৬-এ থেমে যায় তাদের ইনিংস।

আরও পড়ুন: বিরিয়ানির জন্য গচ্চা ২৭ লাখ! বিশাল বিল দেখেই মাথায় হাত পাক বোর্ডের

জবাবে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড (৩৮) এবং ফাফ ডুপ্লেসিস (৩১) ওপেনিং জুটিতে ৭১ তুলে দলকে ভাল সূচনা দেন। তবে পরপর দু-ওভারে দুই সিএসকে ওপেনার আউট হয়ে গেলেও মঈন আলি (২৩), আম্বাতি রায়ডু (৩২) দলকে জয়ের দিকে এগিয়ে দেন। শেষদিকে ধোনি (১১), রায়না (১১) সিএসকের ফিনিশিং টাচ দেন। সিএসকের হয়ে তিন উইকেট নিয়ে সেরা বোলার ব্র্যাভো। শার্দুল ঠাকুরও নেন দুই উইকেট।

আরসিবি প্রথম একাদশ:
দেবদূত পাডিক্কল, বিরাট কোহলি, শ্রীকর ভরত, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নভদীপ সাইনি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

সিএসকে প্রথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডুপ্লেসিস, মঈন আলি, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Virat Kohli Chennai Super Kings CSK Royal Challengers Bangalore IPL
Advertisment