Advertisment

সুপার থ্রিলারে দুবাইয়ে হার ধোনিদের! জিতে শীর্ষে পৌঁছল দিল্লি

লিগ তালিকার প্রথম দুই স্থানে থাকা দলের মুখোমুখি লড়াইয়ের টিআরপি ছিল শীর্ষস্থানে গ্রুপ পর্যায় ফিনিশ করার। সেই লক্ষ্যেই নেমেছিল ধোনি এবং ঋষভ পন্থের দল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চেন্নাই সুপার কিংস: ১৩৬/৫
দিল্লি ক্যাপিটালস: ১৩৯/৭

Advertisment

বাগে পেয়েও দিল্লিকে হারাতে পারল না সিএসকে। গুরু শিষ্যের লড়াইয়ে জয় হল শিষ্যেরই! টানটান রুদ্ধশ্বাস থ্রিলারে দুবাইয়ে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষে পৌঁছে গেল দিল্লি। ১৩৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল ক্যাপিটালস।

অল্প রানের পুঁজি নিয়ে চেন্নাই ম্যাচ প্রায় বের করে এনেছিল। জাদেজা, শার্দুল, মঈন আলিদের সামনে বেশ অস্বস্তিতে পড়েছিল দিল্লি ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান একা টানলেও অন্য প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একসময় ৯৯/৬ হয়ে যায় দিল্লি। এদিন তিনজন বিদেশিকে নিয়ে খেলতে নেমেছিল দিল্লি।

আরও পড়ুন: ক্রিকেট নয়, অন্য কারণে বাদ পড়েছেন ওয়ার্নার! বিস্ফোরণ এবার মঞ্জরেকরের

পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রিপল প্যাটেলরা তাড়াতাড়ি ফিরে যাওয়ায় বেশ বিপাকে পড়ে যায় দিল্লি। ১৫তম ওভারে শার্দূল ফিরিয়ে দেন দিল্লিকে টানতে থাকা শিখর ধাওয়ান (৩৫ বলে ৩৯) এবং অশ্বিনকে। সেখান থেকে দিল্লি জয়ের লক্ষ্যে পৌঁছল শিমরণ হেটমায়ারের ব্যাটে ভর করে। শেষদিকে দুরন্ত ১৮ বলে ২৮ করে যান তিনি।

জয়ের জন্য শেষ দু ওভারে দরকার ছিল ১৬ রান। ১৯তম ওভারে হেটমায়ার ১০ তুলে দেন। ব্র্যাভোর শেষ ওভারে প্রথম দু বলেই ৩ তুলে ফেলে দিল্লি। তৃতীয় বলে আউট হয়ে যান অক্ষর প্যাটেল। তবে রাবাদা প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দিল্লির জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: কোন অঙ্কে কীভাবে দাঁড়িয়ে আইপিএল প্লে অফের টানটান লড়াই! জানুন একনজরে

টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। দুবাইয়ে দিল্লির বিরুদ্ধে সিএসকে এদিন বাদ দিয়েছিল সুরেশ রায়নাকে। বদলে ধোনি নিয়ে আসেন রবিন উথাপ্পাকে। স্যাম কুরানকে বসিয়ে ডোয়েন ব্র্যাভোকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সঙ্গে আগের ম্যাচে বিশ্রামে পাঠানো দীপক চাহারকেও রাখা হয়েছিল প্ৰথম একাদশে।

তিনটে পরিবর্তন ঘটানো সিএসকেকে সোমবার টানলেন একা আম্বাতি রায়ডু। স্লো পিচে অক্ষর-অশ্বিনদের ঘূর্ণির সামনে কোনও সিএসকে ব্যাটসম্যানই স্বচ্ছন্দে ছিলেন না। নয় ওভারে স্কোরবোর্ডে ৬২ তোলার ফাঁকেই চেন্নাই হারিয়েছিল ৪ টপ অর্ডারের ব্যাটসম্যানকে- রুতুরাজ গায়কোয়াড (১৩), ফাফ ডুপ্লেসিস (১০), রবিন উথাপ্পা (১৯) এবং মঈন আলিকে (৫)।

এরপরেই চেন্নাইকে টানেন আম্বাতি রায়ডু। ৪৩ বলে ৫৫ করে যান তারকা। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারির সঙ্গে তিনটে ওভার বাউন্ডারিও হাঁকান তিনি। শেষদিকে ধোনিও ২৭ বলে ১৮ রানে সঙ্গত করে যান রায়ডুকে।

দিল্লি ক্যাপিটালস একাদশ:
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, রিপল প্যাটেল, ঋষভ পন্থ, শিমরণ হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আবেশ খান, আনরিখ নর্জে

চেন্নাই সুপার কিংস একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডুপ্লেসিস, মঈন আলি, আম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জোশ হ্যাজেলউড

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Chennai Super Kings CSK IPL Delhi Capitals
Advertisment