Advertisment

এটাই কি ধোনির শেষ আইপিএল! টুর্নামেন্ট শুরুর আগেই বিশাল আপডেট দিল সিএসকে

রবীন্দ্র জাদেজা হোক বা সুরেশ রায়না- সকলেই ছন্দেই রয়েছেন। জানাচ্ছেন সেই সিইও কাশী বিশ্বনাথন। গত মরশুমে ব্যক্তিগত কারণে দল ছেড়েছিলেন রায়না। তারপরে অনেক বিতর্কের পরে সিএসকের জার্সিতেই ফের দেখা যাবে তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। আইপিএল থেকেও প্রস্থানের মুখে। মহেন্দ্র সিং ধোনিকে কি এবারই আইপিএলে শেষবার দেখা যাবে? টুর্নামেন্টে বল গড়ানোর ২৪ ঘন্টা আগেই সিএসকে সিইও কাশী বিশ্বনাথন ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়ে দিলেন, ধোনির এটাই শেষ আইপিএল নয়।

Advertisment

"মনে হয়না, এবারই ধোনি শেষবারের মত আইপিএলে নামছেন। যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এই মুহূর্তে তাই আমরা ওঁর উত্তরসূরি নিয়েও কিছু ভাবছি না।"

আরো পড়ুন: আইপিএলের সাফল্যে গায়ে জ্বালা আফ্রিদির! তুলোধোনা করলেন প্রোটিয়াজ বোর্ডকে

শুক্রবার আইপিএলের প্রথম ম্যাচ। শনিবার ওয়াংখেড়েতে মেগা দ্বৈরথে সিএসকে মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগেই সিএসকে কর্তা সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, "গতবার বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল আমাদের। কিছু প্রধান ক্রিকেটারকে ছাড়া যেমন নামতে হয়েছিল, তেমন কোভিডে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিল। এসব আমাদের নিয়ন্ত্রণে নেই। এবার দল ভালো শেপে রয়েছে। গত ১৫-২০ দিন ধরে কঠিন অনুশীলন সেরেছে সবাই। ধোনির মন্ত্র একটাই- দলের নির্দিষ্ট প্রসেস ঠিকঠাক মেনে চলতে হবে। যদি এসব ঠিকঠাক থাকে, তাহলে ফলাফল আসবেই।"

আরো পড়ুন: নিলামে ১৪.২৫ কোটি পেয়েও অবাক নন ‘ফ্লপ তারকা’ ম্যাক্সওয়েল ! জানুন কারণ

রবীন্দ্র জাদেজা হোক বা সুরেশ রায়না- সকলেই ছন্দেই রয়েছেন। জানাচ্ছেন সেই সিইও কাশী বিশ্বনাথন। গত মরশুমে ব্যক্তিগত কারণে দল ছেড়েছিলেন রায়না। তারপরে অনেক বিতর্কের পরে সিএসকের জার্সিতেই ফের দেখা যাবে তাঁকে। সেই প্রসঙ্গেই সেই কর্তা জানান, "রায়না সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছিল। তারপর থেকেই অনুশীলনের মধ্যে রয়েছে। ও বিজয় হাজারে খেলতে চায়নি। তবে গত ১০ দিন ধরেই সিএসকের ক্যাম্পে অনুশীলন করেছে। ওঁর মাপের একজন ক্রিকেটার যে ফের একবার আইপিএলের মত মঞ্চে নিজের জাত চেনাতে চাইবে, তা নিয়ে কোনো সংশয় নেই।"

রায়নার সঙ্গেই দোলাচল ছিল রবীন্দ্র জাদেজাকে নিয়ে। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেই চোট পেয়ে ছিটকে যান তিনি। তারপর চোট সরিয়ে একেবারে প্রত্যবর্তন করছেন আইপিএলেই। "জাদেজা পুরোপুরি ফিট। এনসিএ-র সংসাপত্র নিয়েই ও খেলতে এসেছে। প্র্যাকটিসেও ওকে দারুণ লেগেছে। আইপিএলে যে চনমনে জাদেজাকে পাওয়া যাবে, তা নিশ্চিত।"

পূজারাকে অস্ট্রেলীয় সফরে কীর্তির সম্মান জানানোর জন্যই নেওয়া হয়েছে নিলামে। তা স্পষ্ট করে দিয়েছেন কর্তা। বলেছেন, "ও কোন ম্যাচে খেলবে, সেটা না বলতে পারলেও ও দলের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে চলেছে। ওঁর মত টেকনিক যাঁর রয়েছে, সে যেকোনো ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতে পারবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL CSK MS DHONI
Advertisment