Advertisment

বারবার ভুল আম্পায়ারের! ক্ষেপে তুলকালাম কান্ড কোহলির, দেখুন নাইট ম্যাচের বিস্ফোরক ভিডিও

বিরাট কোহলির মেজাজ সপ্তমে চড়ে গেল আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতেই। সরাসরি গিয়ে নিজের অসন্তোষ জানালেন তারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোমবার কেকেআরের বিরুদ্ধে প্রথম এলিমিনেটর ম্যাচে মেজাজ হারাতে দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে। সরাসরি অনফিল্ড আম্পায়ার বীরেন্দর শর্মার সঙ্গে তর্কাতর্কি করতে দেখা গেল তাঁকে। মরণ বাঁচন ম্যাচে এলিমিনেটর ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানে থমকে যাওয়ার পর থেকেই মেজাজ সপ্তমে কোহলির। সামান্য টার্গেট স্কোরবোর্ডে তুললেও কোহলির আগ্রাসনে কোনও খামতি ছিল না।

Advertisment

পাওয়ার প্লে-র প্ৰথম ওভারেই যুজবেন্দ্র চাহালের বল আছড়ে পড়ে রাহুল ত্রিপাঠির প্যাডে। চাহালের ঘূর্ণিতে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার বীরেন্দ্র শর্মা। ডিআরএস নেওয়ার আগে কোহলি উইকেটকিপার কেএস ভরত এবং চাহালের সঙ্গে পরামর্শ করে নেন। লাইভে বলের গতিপথ দেখে মনে হচ্ছিল হয়ত লেগস্ট্যাম্প মিস করতে পারে। তবে রিপ্লেতে বোঝা যায় বল লেগ স্ট্যাম্পে লাগছে। তারপরেই ত্রিপাঠিকে আউট দেওয়া হয়। কেকেআর সেই সময় ৫৩/২।

আরও পড়ুন: আইপিএলে অবসর নেতা কোহলির! নারিন গর্জনে ধুয়েমুছে সাফ আরসিবি

আর রিপ্লেতে আম্পায়ার ভুল প্রমাণিত হতেই কোহলি আম্পায়ারের কাছে এসে বল মাটিতে সজোরে আছড়ে ফেলে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন। স্কোয়ার লেগে দাঁড়িয়েছিলেন অন্য আম্পায়ার ক্রিস গ্যাফনে। তিনি এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কোহলিকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন।

ঘটনাচক্রে, আম্পায়ার বীরেন্দ্র শর্মার এই নিয়ে তৃতীয় বারের মত রিভিউয়ে ভুল প্রমাণিত হয়েছিলেন ত্রিপাঠির আউটের ক্ষেত্রে। আরসিবির ইনিংসের ক্ষেত্রে শাহবাজ নাদিম এবং হর্ষল প্যাটেলকে আউট দেন। যদিও রিভিউয়ে দুই আরসিবি তারকাই বেঁচে যান।

আরও পড়ুন: ধোনিদের বিরুদ্ধে একহাতে বিস্ফোরক ছক্কা! পন্থের কীর্তিতে হাঁ আইপিএল, দেখুন ভিডিও

সেই ঘটনা অবশ্য সেখানেই সমাপ্ত হয়নি। কেকেআর ইনিংসের অষ্টম ওভারে বীরেন্দ্র শর্মাকে দেখা যায় কোহলির কাছে গিয়ে নিজের আম্পায়ারিংয়ের ব্যাখ্যা দিচ্ছেন। কোহলি অবশ্য সেই সময় হেসে বিষয়টি হালকা করেন। সেই সময় কমেন্ট্রি করছিলেন সুনীল গাভাসকার। যিনি সাফ জানালেন, কোহলিকে নিজের সিদ্ধান্তের বিষয়ে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই আম্পায়ারের। "কোহলিকে আম্পায়ারের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কোনও প্রয়োজন নেই। উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। ভুল হোক বা ঠিক- সেটা ওঁরই সিদ্ধান্ত।"

আরসিবি সোমবার কেকেআরের তিন স্পিনারের কাছে রীতিমত হাবুডুবু খেল। দলের সেরা স্কোরার সেই কোহলি (৩৯)। কোহলি ভাল শুরু করলেও পাওয়ার প্লে-র পর রান তোলার গতি ধরে রাখতে পারেননি। নারিনের শিকার হয়ে ফিরতে হয় নেতা কোহলিকে।

নারিন শেষ পর্যন্ত ৪ উইকেট শিকার করে ম্যাচের ভাগ্য গড়ে দেন। কোহলির সঙ্গেই তাঁর শিকারের তালিকায় এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Virat Kohli KKR IPL
Advertisment