Advertisment

KKR নাকি CSK, কোন দলকে সমর্থন! খোলসা করতেই নাইট ভক্তদের তীব্র রোষে ওয়ার্নার

সানরাইজার্সকে একমাত্র আইপিএল ট্রফি দিয়েছিলেন ওয়ার্নারই। ২০১৪ সালে হায়দরাবাদ দলে যোগ দেওয়া ওয়ার্নার সেই মরশুমে ৫০০ প্লাস রান করেন আইপিএলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নেতৃত্ব হারানো হোক বা প্রথম একাদশ এবং শেষপর্যন্ত দল থেকে বাদ পড়া- চলতি আইপিএলে বারেবারেই শিরোনামে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। গত কয়েক মরশুম ধরে আইপিএলের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে সানরাইজার্স চলতি মরশুমে যেভাবে মহাতারকার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাতে ক্রিকেট মহলের একাংশ বেশ ক্ষুব্ধ।

Advertisment

সানরাইজার্স প্লে অফ থেকে ছিটকে গেলেও বিতর্ক যেন ওয়ার্নারের পিছু হঠছে না। কেকেআর বনাম সিএসকে আইপিএল ফাইনালের দিন আরও একবার বিতর্কে অজি তারকা। সমর্থকের এডিট করা সিএসকের জার্সিতে নিজের ছবি পোস্ট করার পরেই ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: KKR-কে জেতাতে শেষ অস্ত্র প্রয়োগ কোচ ম্যাককুলামের, দেখুন গায়ে কাঁটা দেওয়া ভিডিও

ইনস্টাগ্রামে সিএসকে জার্সিতে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, "আজকে ফাইনালে কোন দলকে সমর্থন করব, তা নিশ্চিত নই। তবে এক সমর্থকের আমার এডিট করা আমার ছবি পোস্ট করার আর্জি এড়াতে পারলাম না।"

তবে ফাইনালের দিন সিএসকের জার্সিতে ওয়ার্নারের ছবি পোস্ট ভালভাবে নেয়নি কেকেআর সমর্থকরা। ওয়ার্নারের কমেন্ট বক্সে বিক্ষুব্ধ কেকেআর সমর্থকরা পাল্টা দিতেই সেই ছবি মুছে ফেলেন ওয়ার্নার।

আসল ছবি অবশ্য হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স জার্সিতে ওয়ার্নার তুলেছিলেন মেয়ের সঙ্গে। প্রকৃত ছবি পোস্ট করে ওয়ার্নার শেষমেশ ক্ষমা চাওয়ার ভঙ্গিতে লেখেন, "এটা আসল ছবি। অনেকেই আগের ছবি পোস্ট করাতে হতাশ হয়েছেন। আজকের ম্যাচে তোমাদের ভবিষ্যৎবাণী কী?"

আইপিএলের আগামী সংস্করণে ওয়ার্নারকে যে দেখা যাবে না, তা একপ্রকার নিশ্চিত। আগামী বছরের আইপিএলের আগে মেগা নিলামে দুটো নতুন দলের সংযোজন ঘটবে। সম্পর্কের অবনতির জেরে ওয়ার্নারকে যে হায়দরাবাদ রিটেন করবে না, তা একপ্রকার স্পষ্ট।

আরও পড়ুন: KKR ম্যাচে ফাইনালে নামলেই ‘ট্রিপল সেঞ্চুরি’ ধোনির! শুক্রবার রেকর্ডের বন্যায় ভাসবেন মহাতারকা

২০১৬ সালে সানরাইজার্সকে একমাত্র আইপিএল ট্রফি দিয়েছিলেন ওয়ার্নারই, নেতা হিসেবে। ২০১৪ সালে হায়দরাবাদ দলে যোগ দেওয়া ওয়ার্নার সেই মরশুমে ৫০০ প্লাস রান করেন আইপিএলে।প্ৰথম একাদশ থেকে বাদ পড়ার পরে ওয়ার্নারকে স্কোয়াডের সঙ্গে ডাগ আউটেও দেখা যায়নি। তবে বেশ কিছু ম্যাচে খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL David Warner CSK KKR
Advertisment