পাঞ্জাব কিংস: ১৩৫/৬
মুম্বই ইন্ডিয়ান্স: ১৩৭/৪
বল করতে পারছেন না। ব্যাট হাতেও পুরোনো ফর্ম উধাও। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েও সমালোচনায় জর্জরিত হতে হচ্ছিল হার্দিক পান্ডিয়াকে। সেই হার্দিক পান্ডিয়াই দারুণ ফিনিশ করে কঠিন পরিস্থিতিতে মুম্বইকে জেতালেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। পাঞ্জাব কিংসের ১৩৫/৬ এর জবাবে এক ওভার বাকি থাকতে হাতে ছয় উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছল মুম্বই।
হার্দিক পান্ডিয়ার ৩০ বলে ৪০ রানের ইনিংসের সঙ্গেই দারুণ ব্যাটিং করে গেলেন ঈশান কিষানের বদলে মুম্বই একাদশে ঢোকা সৌরভ তিওয়ারি (৩৭ বলে ৪৫)।
আরও পড়ুন: আইপিএল শেষেই অবসর ধোনির! বড় বার্তায় হৈচৈ ফেললেন অস্ট্রেলীয় তারকা
মন্থর পিচে অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই বেশ বিপাকে পড়ে যায় ১৬ রানের মধ্যেই রোহিত (৮) এবং সূর্যকুমার যাদবকে (০) হারিয়ে। সেই বিপদ থেকে মুম্বই উদ্ধার পায় কুইন্টন ডিকক এবং সৌরভ তিওয়ারির ব্যাটে ভর করে। দুজনে তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করে যান। এরপরে ডিকক (২৯ বলে ২৭) এবং সৌরভ তিওয়ারি ফিরে গেলেও মুম্বইকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া এবং পোলার্ড (৭ বলে ১৫)।
তার আগে পাঞ্জাবকে সামান্য রানে আটকে রেখেছিল মুম্বই। কেএল রাহুল (২১), আইডেন মার্করাম (৪২) এবং দীপক হুডার (২৮) ব্যাটে কোনওরকমে একশো পেরোয় পাঞ্জাব। ক্রিস গেইল সহ বাকিরা ব্যাট হাতে চরম ব্যর্থ। বুমরা এবং পোলার্ড জোড়া উইকেট নেন। একটি করে শিকার ক্রুনাল এবং রাহুল চাহারের।
আরও পড়ুন: ঈশানকে বাদ দিল মুম্বই! রোহিতের সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেট
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ:
কুইন্টন ডিকক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কায়রণ পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুইল্টার নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা
পাঞ্জাব কিংস একাদশ:
কেএল রাহুল, মনদীপ সিং, ক্রিস গেইল, আইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুডা, হরপ্রীত ব্রার, নাথান এলিস, রবি বিশ্নোই, মহম্মদ শামি, আর্শদীপ সিং
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন