Advertisment

একেই বলে গুরুমারা বিদ্যে! ধোনিকে দুবার ফাঁদে ফেলে আউট করেন পন্থ, ফাঁস স্ট্র্যাটেজি

ধোনিকে আউট করার জন্য বড়সড় পরিকল্পনা কষেছিলেন ঋষভ পন্থ। সেই ঘটনাই এবার খোলসা করলেন আবেশ খান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে নজর কেড়েছেন দিল্লি ক্যাপিটালসের উঠতি পেসার আবেশ খান। উইকেট টেকার হিসাবে ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গিয়েছেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আবেশ। নিলামের আগে দিল্লি যে আবেশ খানকে রিটেন করার চেষ্টা করবে, তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

Advertisment

১৫ ম্যাচে ১৮.৬০ গড়ে আবেশ খানের নামের পাশে ২৩ উইকেট। উইকেট শিকারের তালিকায় একমাত্র আরসিবির হর্ষল প্যাটেল এগিয়ে রয়েছেন ৩২ শিকার করে। আবেশ খানের আইপিএলে সেরা মুহূর্ত অবশ্যই ধোনিকে আউট করা। একবার নয়, দু-দুবার। ইএসপিএন-এর সঙ্গে সাক্ষাৎকারে আবেশ খান সম্প্রতি ফাঁস করেছেন কীভাবে দিল্লি ক্যাপিটালস নেতা ঋষভ পন্থ ধোনিকে আউট করার পরিকল্পনা করেন দুবার।

আরও পড়ুন: বিশ্বকাপে মেন্টর হওয়ার জন্য কত টাকা নিচ্ছেন ধোনি! খুল্লামখুল্লা জানালেন জয় শাহ

ভারতীয় পর্বে ধোনিকে শূন্য রানে আউট করেছিলেন আবেশ খান। সেই বিষয়ে বলতে গিয়ে আবেশ খান জানান, "মাহি ভাই ব্যাট করতে নামার পরে পন্থ মিড অন এবং মিড অফে ফিল্ডার নিয়ে আসে। আমাকে ও বলেছিল, ধোনি যদি ওদের ওপর দিয়ে হাঁকাতে পারে, সমস্যা নেই। তবে আমি যেন ফুলার লেংথে বল না করে। নিজের স্বাভাবিক লেংথে বল করে যাই।"

"প্রথমে পন্থের প্ল্যানিংয়ে আমার সায় ছিল না। ওঁকে বলেছিলাম পাঁচজনকে সার্কেলের বাইরে এবং সার্কেলের মধ্যে চারজন ফিল্ডারকে নিয়ে আসতে। তবে পন্থ নিজের প্ল্যানিং নিয়ে নাছোড় ছিল। শেষপর্যন্ত পন্থের প্ল্যানিং মেনেই বল শুরু করি। আর মিড অন এবং মিড অফ থাকায় ধোনি ওঁদের ওপর দিয়েই হাঁকানোর চেষ্টা করে। মাহি ভাই বেশ কিছুদিন খেলার বাইরে ছিল। সেটারই পূর্ণ সদ্ব্যবহার করে পন্থ। শেষমেশ আউট হয়ে যায় ধোনি।" বলে যান আবেশ।

আরও পড়ুন: KKR ম্যাচে হারের জের! কুৎসিত আক্রমণের মুখে ম্যাক্সওয়েল, অজি তারকার অন্তঃসত্ত্বা বান্ধবী

আইপিএলের আমিরশাহি পর্বে কীভাবে ধোনিকে আউট করেছেন, সেই বিষয়েও খোলসা করেছেন তরুণ স্পিডস্টার। বলে দিয়েছেন, ধোনিকে দ্বিতীয়বার আউট করার ক্ষেত্রেও পন্থের মগজাস্ত্র। আবেশ বলছিলেন, "ধোনি ব্যাট করতে নামার পরে আমরা ফের একবার আলোচনা করি। পন্থ আমাকে হার্ড লেংথে বল রেখে যেতে বলেছিল। ধোনিকে হার্ড লেংথের বলই মারতে হত। তবে সেই লেংথের বল মারা বেশ কঠিন। শেষপর্যন্ত ধোনি ব্যাটের কানায় লেগে আউট হয়ে যায়।"

বুধবারই দিল্লি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কেকেআরের বিরুদ্ধে। জয়ী দল ফাইনালে চেন্নাইয়ের মোকাবিলা করবে। সেই ম্যাচে ক্যাপ্টেন পন্থ নতুন কোনও প্ল্যানিং নিয়ে হাজির হন কিনা, সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli CSK Rishabh Pant IPL Delhi Capitals
Advertisment