আইপিএল ও বটেই বিশ্বক্রিকেটের অন্যতম বর্ণময় ক্রিকেটার পোলার্ড। ২০১৫ সংস্করণে আইপিএলেই যেমন আম্পায়ারের সতর্ক করায় মুখে কালো টেপ পরে নামেন। এভাবেই দীর্ঘ আইপিএল কেরিয়ারে একাধিকবার পোলার্ড আলোচনায় উঠে এসেছেন অন্যভাবে।
বৃহস্পতিবারই যেমন পোলার্ড লাল চোখ দেখিয়ে দিলেন কেকেআর পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে। ক্যারিবীয় তারকাকে দমিয়ে রাখতে চাইছিলেন কেকেআরের তারকা পেসার। যা মোটেই ভালভাবে নিলেন না পোলার্ড। ১৫ তম ওভারের ঘটনা। প্রসিদ্ধ কৃষ্ণের করা বল সরাসরি বোলারের হাতেই পাঠিয়ে দিয়েছিলেন মুম্বই তারকা। কৃষ্ণ সেই বল তালুবন্দি করে পোলার্ডের দিকে থ্রো করার ভান করেন।
আরও পড়ুন: কার্তিকের জন্য অতিরিক্ত খরচ হল শাহরুখের KKR-এর! কৃতজ্ঞতায় নুইয়ে পড়লেন তারকা
কৃষ্ণের বল পোলার্ড স্ট্রেট ড্রাইভ হাঁকান ধীরে। তবে সেই শটের পাওয়ার এতটাই ছিল যে কৃষ্ণ সেই বল তালুবন্দি করতে পারেননি। তবে হাতের সংস্পর্শে এসে বল ছিটকে যায় অফসাইডের দিকে। তবে পোলার্ডকে ভয় পাওয়ানোর উদ্দেশ্যে কৃষ্ণ বল পোলার্ডের দিকে থ্রো করার ভান করেন।
ওভারের সেটাই শেষ বলে হওয়ায় সম্প্রচারকারী চ্যানেল বিজ্ঞাপনী বিরতিতে চলে যায়। তবে বিরতির পর রিপ্লেতে সেই ঘটনা আবার দেখানো হয়। দেখা যায় দৃশ্যতই অসন্তুষ্ট পোলার্ড কৃষ্ণের সামনে গিয়ে কিছু একটা বলছেন। পোলার্ড রাগে অগ্নিশর্মা হলেও কৃষ্ণ কিন্তু শান্তই ছিলেন।
সেখানেই ঘটনার ইতি ঘটেনি। ম্যাচের শেষের দিকে প্রসিদ্ধ কৃষ্ণের ওভারেই পোলার্ড রান নিয়ে নন স্ট্রাইকার এন্ডে যান। তখন কৃষ্ণ বোলিং মার্কে ফেরার সময় পোলার্ডকে দেখা যায় লাল চোখে কেকেআর পেসারকে জরিপ করছেন। পোলার্ডের অসন্তোষ টের পেয়ে কৃষ্ণ সরাসরি আম্পায়ারের দিকে দৃষ্টিপাত করে হওয়ায় হাত নেড়ে বোঝাতে চান, 'এসব কী হচ্ছে!'
আরও পড়ুন: বিরিয়ানির জন্য গচ্চা ২৭ লাখ! বিশাল বিল দেখেই মাথায় হাত পাক বোর্ডের
মুম্বইয়ের বিরুদ্ধে বল হাতে বেশ রান খরচ করেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৩ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪৩ রান। চারটে ওয়াইড সহ দুটো নো বলও করেন। সবমিলিয়ে চলতি আইপিএলে ৮টা নো বল করে ফেললেন প্রসিদ্ধ কৃষ্ণ। চলতি সংস্করণে অন্য কোনও বোলার এত নো বল করেননি।
পোলার্ড কেকেআরের বিরুদ্ধে ১৫ বলে ২১ রান করেন। দুটো বাউন্ডারি সহ একটা ওভার বাউন্ডারি হাঁকান। মুম্বই স্কোরবোর্ডে ১৫৫/৬ তোলে। জবাবে কেকেআর ১৬ ওভারের মধ্যেই সেই রান তুলে দেয়। সাত উইকেটে ম্যাচ জিতে লিগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে নাইটরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন