Advertisment

RCB-র বিরুদ্ধে KKR একাদশে দারুণ চমক, খেলতে পারেন তারকা সিমার

কেকেআরের আসন্ন ম্যাচের সাফল্য আবার অনেকটাই নির্ভর করছে আন্দ্রে রাসেলের ব্যাটিং ধামকার ওপরে। রাসেলের বল্লা চললে অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারে কেকেআর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলের দ্বিতীয় পর্বে কেকেআর সোমবারই মুখোমুখি বিরাট কোহলি। আমিরশাহি পর্বের আইপিএলে কেকেআর দলের তারকা অলরাউন্ডার প্যাট কামিন্সকে নির্ঘাত মিস করতে চলেছে। দুরন্ত বোলিং তো বটেই, লোয়ার অর্ডারে কামিন্সের ব্যাটিং কেকেআরের ব্যাটে বলে ভারসাম্য ধরে রাখতে একাধিকবার সাহায্য করেছে। কামিন্সের বদলি টিম সাউদিও আবার সুইং বোলিংয়ের মাস্টার।

Advertisment

কেকেআরের আসন্ন ম্যাচের সাফল্য আবার অনেকটাই নির্ভর করছে আন্দ্রে রাসেলের ব্যাটিং ধামকার ওপরে। রাসেলের বল্লা চললে অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারে কেকেআর। কেকেআর দলের কোয়ালিটি নিয়ে সংশয়ই নেই। তবে দলের মধ্যে বিভ্রান্তিও তুঙ্গে। কখনও শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নামেন নীতিশ রানা। কখনও আবার গিলের সঙ্গী হন রাহুল ত্রিপাঠি। মাঝে মাঝে আবার সুনীল নারিনকেও ইনিংসের শুরুতে পাঠিয়ে দেওয়া হয়। তবে আমিরশাহির উইকেটে নারিনকে ওপেন করালে বেশ ঝুঁকিই নেবে কেকেআর।

আরও পড়ুন: ব্রাভোর সঙ্গে ভুল বোঝাবুঝিতে চরম রুষ্ট ধোনি, প্রকাশ্যেই অসন্তোষ! দেখুন ভিডিও

শুভমান গিল ইংল্যান্ড সিরিজের আগেই চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন। তবে এটা অন্য ফরম্যাট। কেকেআরের হয়ে বেশ কিছুদিন সেভাবে জ্বলে উঠতে পারেননি। নিজের জাত চেনানোর জন্য গিলের আদর্শ মঞ্চ হতে পারে এই আইপিএল।

ঘটনা হল, নারিনের বোলিং একশনের ওপরে আতসকাচ যেদিন থেকে ফেলা হয়েছে, সেদিন থেকেই সমস্ত রহস্য যেন হারিয়ে ফেলেছেন ক্যারিবীয় স্পিনার। দেশের জার্সিতে টি২০ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন বরুন চক্রবর্তী। তার আগে আইপিএল ড্রেস রিহার্সাল হতে চলেছে তামিল স্পিনারের কাছে।

আরও পড়ুন: কোহলির হঠাৎ পদত্যাগ, ধোনির অন্তর্ভুক্তি! সৌরভের বোর্ডের বৃহত্তর পরিকল্পনারই কি অংশ

ইওন মর্গ্যান একজন বিশ্বমানের নেতা। তা নিয়ে কোনও সন্দেহই নেই। তবে কেকেআরকে অনুপ্রাণিত করে তিনি কি পারবেন দলের খেতাব নিশ্চিত করতে, সংশয় রয়েছে যথেষ্ট। সিম সহায়ক পরিবেশে মর্গ্যানের তুরুপের তাস হতে পারেন লকি ফার্গুসন।

কেকেআরের প্রথম একাদশ:

শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL KKR RCB Kolkata Knight Riders
Advertisment