আমিরশাহি পর্বে সবথেকে ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজির নাম নিঃসন্দেহে কেকেআর। সাত ম্যাচের পাঁচটিতে জিতে নাইট রাইডার্স ছিটকে দিয়েছে মুম্বইয়ের মত হেভিওয়েট দলকেও। প্ৰথম সাত ম্যাচে মাত্র দুটোয় জিতেছিল নাইটরা। সেখান থেকে প্লে অফে পৌঁছে যাওয়া বড়সড় কৃতিত্ব বটে।
এলিমিনেটরে কেকেআরের হাতে বধ হয়েছে কোহলির আরসিবি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে কেকেআরের বিরুদ্ধে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। শারজায় পন্থের দিল্লির বিপক্ষে নামার আগে কেকেআরের চিন্তা একটাই, আন্দ্রে রাসেল খেলবেন তো?
আরও পড়ুন: একেই বলে গুরুমারা বিদ্যে! ধোনিকে দুবার ফাঁদে ফেলে আউট করেন পন্থ, ফাঁস স্ট্র্যাটেজি
সেপ্টেম্বরের ২৬ তারিখে সিএসকে ম্যাচের পরে কেকেআরের জার্সিতে আর মাঠে নামেননি রাসেল। জানা গিয়েছে, ক্যারিবীয় তারকা গ্রেড-২ হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়েছেন। তারপর থেকে চোটের পরিচর্যায় ব্যস্ত তিনি। আরসিবির বিরুদ্ধে নাইট ম্যানেজমেন্ট রাসেলকে নামাতে উদ্যোগী হয়েছিল। তবে শেষমেশ সেই ঝুঁকি আর নেয়নি কেকেআর। মর্গ্যান জানিয়েছেন, বুধবার রাসেলের অবস্থা পর্যালোচনা করে নামানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনা হল, রাসেলকে প্রথম একাদশে খেলালেও সাকিবকে বাইরে রাখতে সমস্যায় পড়বে নাইটরা। ওয়েস্ট ইন্ডিজ তারকার অনুপস্থিতিতে সাকিব দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছেন। এই মুহূর্তে বিদেশি কোটায় একমাত্র মর্গ্যানকেই ফর্মহীন লেগেছে। তবে মর্গ্যান নিজেকে একাদশের বাইরে রাখবেন, এটা চিন্তা করাও দুষ্কর।
আরও পড়ুন: বিশ্বকাপে মেন্টর হওয়ার জন্য কত টাকা নিচ্ছেন ধোনি! খুল্লামখুল্লা জানালেন জয় শাহ
রাসেলকে তড়িঘড়ি খেলানোর পরিবর্তে কেকেআর আরসিবি ম্যাচের একাদশই অপরিবর্তিত রাখতে পারে। ভেঙ্কটেশ আইয়ার এবং শুভমান গিল ওপেনিংয়ে ভালই করছেন। রাহুল ত্রিপাঠি তিন নম্বর পজিশন নিজের বানিয়ে নিয়েছেন। মর্গ্যান ফর্মে না থাকলেও দীনেশ কার্তিক এখনও ফিনিশারের ভূমিকায় বেশ স্বচ্ছন্দ।
আর সুনীল নারিন তো অলরাউন্ড পারফরম্যান্সে একাই কার্যত হারিয়ে দিয়েছেন আরসিবিকে। সাকিব সেভাবে ব্যাট করার সুযোগ না পেলেও নিজের দিনে বিশ্বের যেকোনও বোলিং আক্রমণকে শুইয়ে দিতে পারেন। তাই দিল্লির বিরুদ্ধে অপরিবর্তিত স্কোয়াডই নামাচ্ছে কেকেআর।
আরও পড়ুন: KKR ম্যাচে হারের জের! কুৎসিত আক্রমণের মুখে ম্যাক্সওয়েল, অজি তারকার অন্তঃসত্ত্বা বান্ধবী
কেকেআর সম্ভাব্য একাদশ:
শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন