Advertisment

কামিন্সের জায়গায় নামি সুপারস্টার KKR-এ! লক্ষ্মীবারে বড় ঘোষণায় চমক শাহরুখদের

প্যাট কামিন্সের বদলে নিউজিল্যান্ডের টিম সাউদিকে সই করালো কেকেআর ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার বড় ঘোষণা করল নাইট রাইডার্স।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন, আসন্ন আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্ত হিসাবে কেকেআর বৃহস্পতিবার সই করালো নিউজিল্যান্ডের টিম সাউদিকে।

Advertisment

ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরিয়ে দেওয়া প্যাট কামিন্সের বদলে কেকেআর অন্তর্ভুক্ত করল টিম সাউদিকে।

২০১৯-এ শেষবার টিম সাউদি আরসিবির জার্সিতে খেলেছিলেন। তারপরে গত নিলামে অবিক্রিত ছিলেন কিউয়ি তারকা।

আরও পড়ুন: একের পর এক সুপারস্টার নেই IPL-এ, রং হারিয়ে বেশ বিবর্ণ কোটি কোটির টুর্নামেন্ট

জানা যাচ্ছে, প্যাট কামিন্সের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকার জন্যই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর আগে আইপিএলে হৃদয় জেতা কীর্তি গড়েছিলেন তিনি। আইপিএলের মাঝে অতিমারীর সময় যখন একের পর এক তারকা দল ছেড়ে দেশে ফিরে যাচ্ছিলেন, সেই সময় প্যাট কামিন্স ভারতে থাকার সিদ্ধান্ত নেন। পাশাপাশি, অতিমারীর মোকাবিলায় ৫০ হাজার মার্কিন ডলার অর্থ সাহায্যও করেছিলেন।

কেকেআরের এক শীর্ষকর্তা ক্রিকবাজ-কে জানিয়েছেন, "টিম নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেয়। আমিরশাহির কন্ডিশনে ও কার্যকরী হতে পারে। লকি ফার্গুসনের ব্যাক আপ হিসেবে স্কোয়াডে রাখা হচ্ছে তাঁকে।"

আরও পড়ুন: ৪ কোটির তারকাকে হারাচ্ছেন কোহলিরা, আইপিএল শুরুর আগেই ব্যাপক চাপে আরসিবি

কেকেআর স্কোয়াডে এই নিয়ে তৃতীয় কিউয়ি তারকা হিসাবে সংযোজন ঘটল সাউদির। জাতীয় দলের জার্সিতে বাংলাদেশ এবং পাকিস্তান সফরে সাউদি থাকবেন, এমনটাই ধরা হয়েছিল। তবে আইপিএলে খেলার সম্ভবনা থাকায় টম ল্যাথামের নেতৃত্বাধীন স্কোয়াডে রাখা হয়নি সাউদিকে।

আরও পড়ুন: সিঙ্গাপুরের প্রথম তারকা হিসাবে আইপিএলে! আরসিবির নতুন তারকার প্রোফাইল চোখ ধাঁধাবে

এদিকে কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম সিপিএলে কোচিং করাননি। তবে আমিরশাহি পর্বে কেকেআরের কোচের হটসিটে ফিরছেন তিনি। সাত ম্যাচে দুটো জয় সমেত কেকেআর আপাতত পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Kolkata Knight Riders IPL Cricket News
Advertisment