Advertisment

রাহুলের মরুঝড়ে উড়ে গেল চেন্নাই! বিধ্বংসী ইনিংসে সুপারহিট আইপিএল

চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন কার্যত নিয়মরক্ষার ম্যাচেই খেলতে নেমেছিল পাঞ্জাব। কারণ পাঞ্জাব আগের ম্যাচে হেরে কার্যত প্লে অফের দৌঁড় থেকে ছিটকে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিএসকে: ১৩৪/৬
পাঞ্জাব কিংস: ১৩৯/৪

Advertisment

কেএল রাহুলের বিধ্বংসী ব্যাটে ভর করে সিএসকে উড়িয়ে দিয়ে প্লে অফের সামান্য হলেও ক্ষীণ আশা জাগিয়ে রাখল পাঞ্জাব। ১৩৫ রান তাড়া করে পাঞ্জাব মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল। হাতে ৬ উইকেট নিয়ে।

এমনিতে আগের ম্যাচে হেরে পাঞ্জাব কিংসের প্লে অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। টিমটিম করে জ্বলতে থাকা সেই আশা বৃহস্পতিবারের পরে যে দাউদাউ করে জ্বলতে থাকবে, তেমনটাও নয়। তবে ১৪ ম্যাচে ১২ পয়েন্টে শেষ করে পাঞ্জাব এখনও বেঁচে থাকল, গ্রুপ পর্বের একদম শেষ পর্যন্ত। কেএল রাহুলদের নজর থাকবে কেকেআর এবং মুম্বইয়ের শেষ দুই ম্যাচে। যদিও এই মুহূর্তে নেট রান রেটের হিসাবে কেকেআর অনেকটাই এগিয়ে পাঞ্জাবের থেকে।

আরও পড়ুন: চেন্নাইয়ে থাকার জটিলতা অনেক! অবসর জল্পনা উস্কে মহা-ঘোষণা ধোনির

চলতি আইপিএলে সিএসকে কার্যত অপ্রতিরোধ্য ফর্মে ধরা দিলেও টুর্নামেন্ট যত এগিয়েছে ততই ফ্ল্যাট ট্র্যাকের সঠিক বোলারের অভাব বারবার অনুভব করেছেন ধোনি।

এদিন স্কোরবোর্ডে মাত্র ১৩৪ তুলে সেই কারণেই পাঞ্জাবকে থামাতে ব্যর্থ চেন্নাই। কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসে পাঞ্জাব অধিনায়ক ৪২ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে গেলেন আটটা ওভার বাউন্ডারি, সাতটা বাউন্ডারি সহযোগে। প্রায় ২৩৪ স্ট্রাইক রেট সমেত।

হ্যাজেলউড, দীপক চাহার, শার্দূল ঠাকুরদের তুলোধোনা করে রাহুল মরুঝড় তুললেন দুবাইয়ের মাঠে। অন্যপ্রান্তে মায়াঙ্ক আগারওয়াল, শাহরুখ খান, সরফরাজ খান, আইডেন মার্করামরা আউট হয়ে গেলেও তাই পাঞ্জাবের ম্যাচ একপেশে করে জিততে সমস্যা হয়নি।

আরও পড়ুন: শাস্ত্রীর সঙ্গেই সরে দাঁড়াচ্ছেন বিশ্বকাপের পরে! আগাম জানিয়ে দিলেন কোহলিদের তারকা কোচ

তার আগে এদিন সিএসকেকে একা টানেন ফাফ ডুপ্লেসিস। ৫৫ বলে ৭৬ রানের ইনিংসে দুবাইয়ে প্রোটিয়াজ তারকাও দমকা হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। নিজে একপ্রান্তে টিকে থাকলেও বাকিরা কেউই তাঁকে যোগ্য সহায়তা করতে পারেনি। সেই কারণেই চেন্নাইও নির্ধারিত ২০ ওভারে ১৩৪/৬ রানে আটকে গিয়েছিল।

এই নিয়ে পরপর জোড়া হার সত্ত্বেও লিগ টেবিলের প্ৰথম দুইয়ে থাকা কার্যত নিশ্চিত চেন্নাইয়ের। কারণ তিনে থাকা আরসিবির (-০.১৫৯) থেকে নেট রান রেটে বহু এগিয়ে ধোনিরা (০.৭৩৯)। পয়েন্টে চেন্নাইকে আরসিবি ছুঁয়ে ফেলার সম্ভবনা থাকলেও পিছিয়ে রান রেটে।

চেন্নাই একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডুপ্লেসিস, মইন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দূল ঠাকুর, জোশ হ্যাজেলউড

পাঞ্জাব কিংস একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, শাহরুখ খান, আইডেন মার্করাম, মোজেস হেনরিকস, ক্রিস জর্ডন, হরপ্রীত ব্রার, রবি বিশ্নোই, মহম্মদ শামি, আর্শদীপ সিং

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK Kings XI Punjab IPL
Advertisment